13yercelebration
ঢাকা

জাতীয় সরকার চান বি. চৌধুরী

admin
October 11, 2015 9:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী অবিলম্বে একটি ‘জাতীয় সরকার’ গঠনের দাবি জানিয়েছেন। তার দাবি অনুযায়ী, ওই সরকারে বর্তমান সাংসদদের অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ, তারা ‘জনগণের ভোটে নির্বাচিত হননি। রোববার  সকালে বারিধারার বাসায় নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

দেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অস্তিত্ব আছে কি না সে বিষয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন তিনি। সরকারকে উদ্দেশ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ঘুমালে চলবে না, একচোখা নীতি ছাড়তে হবে। দেশের বর্তমান সঙ্কটজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। তবে জাতীয় সরকারে বর্তমান সংসদের লোকজনকে অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ এই সংসদের লোকজন জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। বর্তমান জাতীয় সংসদের আগের সংসদের লোকজন এবং অন্যান্য দল ও শ্রেণী-পেশার মধ্যে থেকে ভালো মানুষ নিয়ে এই জাতীয় সরকার গঠন করতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা নেই- এমন অভিযোগ করে তিনি আরো বলেন, নেই আইনের শাসন।

সাগর-রুনির হত্যা, নারায়ণগঞ্জের ত্বকি হত্যা ও সাত খুনের বিচার এখনও হয়নি। সাতখুনের মূল আসামি নূর হোসেনকে এখনও কলকাতা থেকে ফেরত আনতে পারেনি এই সরকার। সম্প্রতি দেশে দুই বিদেশি হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, ইতালি ও জাপানের নাগরিককে হত্যা করা হলো। কিন্তু হত্যার সঙ্গে জড়িত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এতে আমাদের প্রতি বিদেশিদের আস্থা নষ্ট হয়ে যাবে।

তিনি প্রশ্ন রাখেন, পুলিশের আগেই যদি প্রধানমন্ত্রী, তার ছেলে ও অন্য মন্ত্রীরা বলে দেন বিএনপি-জামায়াত এ হত্যার সঙ্গে জড়িত, তা হলে পুলিশ কী করবে? আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, অধ্যাপক আবু মোজাফফর আহমেদ, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, শাহ আহম্মেদ বাদল, বেগ মাহাতাব, সাহিদুর রহমান, মাহবুব আলী, জানে আলম হাওলাদার, আইনুল হক, আসাদুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন, শহীদুল হক ভূইয়া, মামুনুর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে বি. চৌধুরী ৮৫তম জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন। বি. চৌধুরীর সহধর্মিনী হাসিনা ওয়ার্দা চৌধুরী এসময় তার পাশে ছিলেন।

http://www.anandalokfoundation.com/