× Banner
সর্বশেষ
আজ শনিবার(৩১ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৩১ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশীয় উৎপাদনে ডিভাইস সাশ্রয়ী ও সহজলভ্য নিশ্চিত করতে হবে -ফয়েজ আহমদ তৈয়্যব এখন নতুন বাংলাদেশ গড়ার সময় -বাংলাদেশ টেলিভিশনের ডিজি গবেষণায় বিএনপির ভোট বাড়ায় শঙ্কায় জামায়াতে ইসলামী ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে -গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি যৌন হয়রানি প্রতিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে -এস এম জিলানী ন্যায় ও ইনসাফের পক্ষে বাধ ভাঙা জেয়ার শুরু হয়েছে -জামায়াতে আমীর পাকিস্তানে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূত সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান

পিআইডি

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে আরো ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
অনিয়ম দুর্নীতির তথ্য আহ্বান

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে আরো ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করেছে। এতে ন্যাশনাল ডেটা সেন্টারের (NDC) ক্লাউড ফ্যাসিলিটির বিভিন্ন কম্পোনেন্টের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ভৌত অবকাঠামো, স্টোরেজ, মেমোরি ও প্রসেসিং পাওয়ার, সিকিউরিটি এবং মনিটরিং-এই ৫টি মূল কম্পোনেন্টের সক্ষমতা কয়েকগুণ সম্প্রসারণ করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে জাতীয় ডেটা সেন্টারের আওতায় পরিচালিত বিদ্যমান ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সক্ষমতা বাস্তব চাহিদার তুলনায় অপ্রতুল ও অসামঞ্জস্যপূর্ণ। এজন্য  এ সমস্যার স্থায়ী সমাধান এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে একটি সম্পূর্ণ নতুন, তিন তলাবিশিষ্ট টায়ার-৩ সার্টিফায়েড পূর্ণাঙ্গ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ কার্যক্রম চলমান। এ ডেটা সেন্টারে উচ্চ বিদ্যুৎ সক্ষমতাসম্পন্ন ২০০টির বেশি আইটি কেবিনেট ও রেক স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে কম্পিউটিং ওয়ার্কলোডের পাশাপাশি AI ওয়ার্কলোডও হোস্ট করা যাবে। বর্তমানে এ সক্ষমতা মাত্র ১৬টি সাধারণ বিদ্যুৎ সক্ষমতাসম্পন্ন রেক।

সরকারের ৬০০টির বেশি সংস্থার ই-মেইল সিস্টেম এবং ক্লাউড স্টোরেজ হোস্টিং সেবা প্রদানের লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং অবকাঠামো হিসেবে Nutanix Private Cloud Infrastructure স্থাপন করা হয়েছে। এ অবকাঠামোর আওতায় আধুনিক GPU সেবাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সরকারি বিভিন্ন অ্যাপ্লিকেশনের AI ওয়ার্কলোড পরিচালনার পাশাপাশি Generative AI ও Large Language Model (LLM) ভিত্তিক উদ্ভাবনী সেবা চালুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরকারি ডিজিটাল অ্যাপ্লিকেশনসমূহ আধুনিকায়ন এবং সফটওয়্যার জীবনচক্র ব্যবস্থাপনায় DevOps ও DevSecOps প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সকল কার্যক্রমের ফলে বর্তমানে ক্লাউড অবকাঠামোর প্রসেসিংক্ষমতা প্রায় ৪০ হাজার ভার্চুয়াল কোর এবং মেমোরি সক্ষমতা ১৭০ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জাতীয় ডেটা সেন্টারে প্রায় ৪০ পেটাফ্লপ GPU সক্ষমতা তৈরি করা হয়েছে, যার একটি বড় অংশ ইতোমধ্যে বাংলা Large Language Model (LLM) উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি প্রায় ৮ পেটাবাইট স্টোরেজ সক্ষমতা সম্প্রসারণ করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপের জন্য Physical Isolation সুবিধাসহ Anti-Ransomware স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে। ছোট ও মাঝারি আকারের AI মডেল প্রশিক্ষণের জন্য NVIDIA Volta Architecture Tensor Core GPU ভিত্তিক Cloud Resource Management Platform স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় ডেটা সেন্টারে ২০১৯ সালে প্রথমবারের মতো সরকারি ক্লাউড সেবা চালু করা হলেও সে সময় মাত্র ১১টি ক্যাটেগরিতে ক্লাউড সেবা প্রদান করা হতো। এ ধারাবাহিকতায় সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, পারফরম্যান্স মনিটরিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (AI) বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে এই ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..