14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি

admin
September 20, 2015 10:53 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা যুব মহিলা লীগের কমিটি অনুমোদন দেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে রক্ষিত প্রকৃতিতে নব গঠিত যুব মহিলা লীগের ওই পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সামিউন বশিরা পলির নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী শামীম আরা হীরা, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নার্গিস খাতুন, অ্যাড. রুত শোভা মন্ডল, যুব মহিলা লীগ নেত্রী রোকসানা কামাল, লতিফুন নেছা লতা, রোজিনা খাতুন প্রমুখ।

http://www.anandalokfoundation.com/