শার্শা প্রতিবেদকঃ “জনপ্রশাসন”পদক ২০১৭ পাওয়ায় শার্শার নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামকে ফুলদিয়ে শুভেচ্ছা জানালেন দূর্নীতি প্রতিরোধ কমিটি(দূদক)উপজেলা কমিটি’র কর্মকর্তাবৃন্দ।
জনসেবা সহজ করন বাল্য বিবাহরোধ নির্যাতিত নারী ও শিশুদের জন্য,আইনি সহায়তা প্রকল্প অপরাজিতা যশোর এর জন্য শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম জনপ্রশাসন পদক/২০১৭ পদক পাওয়ায় শার্শা উপজেলা দূর্নিতী দমন প্রতিরোধ কমিটি(দূদক)এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কমিটি’র সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার,সাধারন সম্পাদক আকতারুজ্জামান লিটু,সাবেক কমিটি’র সদস্য শারমিন আক্তার, কমিটি’র সদস্য মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।