স্টাফ রিপোর্টার: সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পৌরসভা নির্বাচনে ছোট-খাটো কিছু ঘটনা ঘটবেই। এরজন্য সেনাবাহিনী নামানোর দরকার নেই।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে সুরঞ্জিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘এখন তো পুলিশ, বিজিবি ও র্যাব নামার প্রয়োজন পড়ে নাই। তাহলে আর্মি নামাতে হবে কেন? নির্বাচনে ছোটো-খাটো কিছু ঘটনা ঘটবেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া আবারও একটি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নিজের পরিচয় তুলে ধরেছেন। একটি ঐতিহাসিক, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও মীমাংসিত বিষয় নিয়ে তার হঠাৎ করে তিনি সংখ্যাতত্ত্বের বিশেষজ্ঞ হয়ে গেছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কোথায় গবেষণা করে তিনি এটা পেয়েছেন। পাকিস্তান যেটা উচ্চারণ করে আসছে, তার এই বক্তব্যে সেটাই প্রতিধ্বনিত হয়েছে। বেগম খালেদা জিয়া এই বক্তব্যের সমর্থনে কোনো যুক্তি দিতে না পারলে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য তুলে নিতে হবে। তা না হলে নতুন প্রজন্মের মধ্যে বিস্ফোরণ হবে। আরেকটি মুক্তিযুদ্ধের ডাক আসবে।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, সরকারের উচিত স্বাধীনতার পর থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যে সংখ্যাটি স্বীকৃত, এ নিয়ে একটি আইন করা । আর এ আইন ইতিহাসের গবেষণা নয়, নিজেদের প্রয়োজনে করতে হবে। তাহলে তাদের মুক্তিযুদ্ধ নিয়ে আর বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থাকবে না। তা না হলে বেগম খালেদা জিয়া কবে বলে ফেলবেন- ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধই হয়নি’।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকামহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন বাদল প্রমুখ।