নওগাঁর সাপাহারে ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আহত ও শহিদদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে থেকে নিরোবতা পালন ও দোয়া করা হয়।
এসময় আহতদের সুস্থ্যতা ও শহিদদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী,উপজেলা বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলম বেনু চৌধুরী,জামায়াতের আমির আবুল খায়ের তরুন,সাংবাদিক প্রদীপ কুমার সাহা, ছাত্র প্রতিনিধি সাহাবদ্দীন সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,উপজেলা জামায়াত ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।