13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-জনতার রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে -নৌপরিবহন উপদেষ্টা

পিআইডি
September 4, 2024 10:24 pm
Link Copied!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিআইডব্লিউটিসি’র সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে কাজে লাগাতে হবে, যেকোনো অনিয়ম দূর করতে হবে। বলেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয় পরিদর্শনের পর সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এসব কথা বলেন।

উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক বিআইডব্লিউটিসি’র পরিচালকও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/