যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলায় আওয়ামী লীগে চলছে ভয়ানক কোন্দল। দলের প্রভাবশালী দুই নেতা দুই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। দু’জনই নিজ নিজ অবস্থানে অনড়। ফলে দল বিভক্ত হয়ে পড়েছে দুইভাগে। চলছে কাদা ছোড়াছুড়ি। কেউ কাউকে ছাড় দিতে না চাওয়ায় কাউন্সিল হওয়ার নয় মাসের মাথায়ও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ফলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক থাকা সত্ত্বেও দলটি কার্যত স্থবির হয়ে পড়েছে।
সংসদ সদস্য নিজের অনুসারীদের নিয়ে আলাদা এবং উপজেলা চেয়ারম্যান তার অনুসারীদের নিয়ে পৃথক কর্মসূচি পালন করেন। দুই নেতার অনুসারীরাই দাবি করেন, তাদের পক্ষেই বেশি কর্মী রয়েছেন। তবে বাস্তব অবস্থা হলো, দ্বন্ধ-বিভক্তির কারণে দল ক্রমশ শক্তি হারাচ্ছে; যা স্বীকার করছেন নেতারাও। প্রায় এক যুগ পর ২০১৪ সালের ২৭ নভেম্বর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। হাজী সরদার মোর্তজা আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী ছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দ্বন্ধ বাধে সভাপতি পদ নিয়ে। পূর্বতন কমিটির সভাপতি শাহজাহান কবীর নিজ পদে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। আর সহ-সভাপতি আবদুস সাত্তার নতুন কমিটির সভাপতি হতে আগ্রহ দেখান।
সম্মেলনে উপস্থিত দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোজাম্মেল হক, যশোর জেলা কমিটির তৎকালীন সভাপতি আলী রেজা রাজুসহ নেতারা সমঝোতার মাধ্যমে কমিটি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে তারা ঘোষণা দেন, সন্ধ্যায় যশোর সার্কিট হাউজে বসে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হবে। যথারীতি সন্ধ্যায় সার্কিট হাউজে উপস্থিত হন সংশ্লিষ্ট সবাই। কিন্তু সমঝোতা হয়নি। শেষে মোজাম্মেল হক জানিয়ে যান, এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হবে। কিন্তু সেই এক সপ্তাহ আর হয়নি। ইতিমধ্যে পার হতে চলেছে প্রায় ৯ মাস। এই নয় মাসে চৌগাছা উপজেলা আওয়ামী লীগে শুধু একজনেরই পদ আছে। তিনি হলেন সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান।
দলীয় সূত্র জানায়, বিগত জাতীয় নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান দলের দুই অংশের নেতৃত্ব দিচ্ছেন। নেতাকর্মীরা সব এই দুই নেতার অনুসারী। চৌগাছা উপজেলা কমিটির সভাপতি পদে সংসদ সদস্য মনিরুল ইসলাম চান বিলুপ্ত কমিটির সভাপতি শাহজাহান কবীরকে। আর উপজেলা চেয়ারম্যান চান নতুন সভাপতি। তার পছন্দ বিগত কমিটির সহ-সভাপতি আবদুস সাত্তারকে। কমিটি না থাকায় চৌগাছা আওয়ামী লীগ কোনো সমন্বিত কর্মসূচি পালন করতে পারে না গত নয় মাস ধরে। দুই নেতা তাদের অনুসারীদের নিয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করেন।
দলীয় কর্মীরা জানান, সংসদ সদস্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় এবং গ্রামাঞ্চলে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে থাকেন শাহজাহান কবীরসহ দলের একটি অংশ। আর এস এম হাবিব তার অনুসারীদের নিয়ে রাজনৈতিক ও অন্যান্য কর্মসূচি পালন করেন নিজের মতো করে। জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিব বলেন, ‘শাহজাহান কবীরের সাংগঠনিক যোগ্যতা নেই। দলের বেশিরভাগ কর্মীই তাকে পছন্দ করে না। সংসদ সদস্যের তৎপরতাও ভালো চোখে দেখে না কর্মীরা। তার সঙ্গে দলীয় কর্মী নয়, মাস্তান টাইপ লোকজন কর্মসূচিতে আসে।’
সংসদ সদস্য মনিরুল ইসলামের সাথে এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে দলের এই অংশের গুরুত্বপূর্ণ নেতা শাহজাহান কবীর সাধারণ সম্পাদক এস এম হাবিবের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি প্রায় এক যুগ চৌগাছা উপজেলা কমিটির সভাপতি ছিলাম। আমার সাংগঠনিক যোগ্যতা না থাকলে দল টিকে থাকলো কীভাবে?’
তিনি বলেন, ‘বরং এস এম হাবিবকেই দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পছন্দ করে না। তিনি প্রায়ই মানুষকে মারধর, গালিগালাজ করেন। ক’দিন আগে চৌগাছার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য প্রধান অতিথি ছিলেন। ওই অনুষ্ঠানের আয়োজক এক কলেজ শিক্ষককে এস এম হাবিব প্রকাশ্যে অপদস্থ করেছেন। এ সব তো সন্ত্রাসী কার্যকলাপ।’ শাহজাহান কবীর তার দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, ‘দলীয় নেতা মিন্টুর খুনিরা সেই রাতে এস এম হাবিবের বাড়িতে শেল্টার নিয়েছিল।
এস এম হাবিব যাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি করতে চান, সেই আবদুস সাত্তারও চেয়ারম্যান মিন্টু হত্যার চার্জশিটভুক্ত আসামি। এমন একজনকে স্বাভাবিক কারণেই নেতাকর্মীরা দলের সভাপতি দেখতে চান না।’ যশোর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকে মনিরুল ইসলাম নির্বাচনের আগে এস এম হাবিবের বাড়িতে অবস্থান করেই নির্বাচনী প্রচারণা চালান। সে সময় এস এম হাবিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেন। পরে কী কারণে দু’জনের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো? এটি কি শুধু নেতৃত্ব-কর্তৃতে¦র দ্বন্দ্ব, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে এর পেছনে?
জানতে চাইলে এস এম হাবিব বলেন, ‘আমি যশোর-২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু নেত্রী (শেখ হাসিনা) মনিরুলকে মনোনয়ন দেন। আমি নেত্রীর নির্দেশনা অনুযায়ী মনিরুলের পক্ষে যা করার করেছি। পরে একটি ঘটনার কারণে সংসদ সদস্য হিসেবে মনিরুলের শপথ নিতে তিন মাস বিলম্ব হয়। তিনি শপথ নিয়ে নির্বাচনী এলাকায় এলে আমি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করি। কিন্তু সেখানে সংসদ সদস্যের সঙ্গে আসা বাইরের কিছু ছেলেপিলে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী নয়, গোলযোগ সৃষ্টি করে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চড়াও হয়।’ হাবিব অভিযোগ করেন, সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখেন না। তিনি সম্পর্ক রাখেন মাস্তানদের সঙ্গে। সে কারণে তার কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা থাকে না। থাকে হাতেগোনা কয়েক মাস্তান।
তবে শাহজাহান কবীর দাবি করেন উল্টোটা। তিনি বলেন, ‘আপনারা চৌগাছায় এসে দেখে যান, কাদের সঙ্গে কতজন নেতাকর্মী আছেন। সংসদ সদস্যের কর্মসূচিতে বহু মানুষের সমাগম হয়। কিন্তু এস এম হাবিবের কর্মসূচিতে কোনো লোক যায় না। দুর্নীতি ও সন্ত্রাসী লালনের কারণে হাবিবের কাছ থেকে সরে গেছে নেতাকর্মীরা।’ তিনি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক থেকে দপ্তরি পর্যন্ত নিয়োগে লাখ লাখ টাকা দুর্নীতি করেন এস এম হাবিব। তিনি শুধু একটি স্কুলের নিয়োগ-বাণিজ্য করেই কোটি টাকা কামিয়েছেন। তবে এস এম হাবিব দাবি করেন, সন্ত্রাস-দুর্নীতির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার করা হয়েছে, এখনও হচ্ছে।
শাহজাহান কবীর পাল্টা প্রশ্ন ছোড়েন- ‘উনি (এস এম হাবিব) যদি এতো ফ্রেশ লোক হয়ে থাকেন, তাহলে চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সময় দীর্ঘ ৭-৮ বছর পলাতক ছিলেন কেন? আমি তো পালাইনি! আমি এবং দলের অন্য নেতারা তখন দলীয় কর্মীদের আগলে রেখেছিলাম।’ দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বেহাল হয়ে পড়েছে চৌগাছা আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলোর অবস্থা আরও নাজুক। বিষয়টি স্বীকার করছেন নেতারাও।
দলের সাধারণ সম্পাদক ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিব বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা কমিটি হবে ৬৭ সদস্যবিশিষ্ট। সেখানে আছি আমি শুধু একা। এভাবে দল চলতে পারে না। দলের অনেক ক্ষতি হচ্ছে।’ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান তিনি। সংসদ সদস্য গ্রুপের অন্যতম নেতা শাহজাহান কবীর বলেন, ‘ভবিষ্যৎ অন্ধকার। এ অবস্থার নিরসন না হলে সামনের নির্বাচনে ভরাডুবি অনিবার্য। খুনি-সন্ত্রাসীদের নিয়ে দল চালানো যায় না। ফল হয় জনবিচ্ছিন্নতা।’ যশোর জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আলী রেজা রাজু এ প্রসঙ্গে বলেন, ‘আমি সভাপতি থাকাকালে বার বার চেষ্টা করেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারিনি। বিষয়টি খুবই দৃষ্টিকটু।’