স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ থেকে রফতানি করা চিংড়ির প্রতিটি চালানের জন্য আলাদা স্বাস্থ্য সনদ দেয়ার বাধ্যতামূলক নিয়ম তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এর মধ্য দিয়ে ইউরোপে চিংড়ি রফতানি আরও সহজ হলো বাংলাদেশের জন্য। বাংলাদেশের চিংড়িতে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়ার পর থেকে অসন্তোষ জানিয়ে আসছিলো ইইউ। এক পর্যায়ে ২০১০ সালে ইউরোপ বাংলাদেশের চিংড়ি আমদানি বন্ধ করে দেয়। ৬ মাস পর রফতানি চালু হলেও প্রতিটি চালানের ক্ষেত্রে আলাদা সনদ দিতে হতো।
তবে সম্প্রতি রফতানিকারকরা জানিয়েছে, এ ধরনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইইউ। চিংড়ি রফতানি করে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ আয় করে।