14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চার শিক্ষার্থীকে বহিস্কার করল শাবিপ্রবি প্রশাসন

admin
September 1, 2015 6:32 pm
Link Copied!

শাফী চৌধুরীঃ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার অভিযোগে  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে শাবিপ্রবি প্রশাসন।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হচ্ছেন আরিফুল ইসলাম, ধনীরাম রাজ, জাহিদ হোসেন ও আবদুলাহ আল মামুন।এই চারজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের অনুসারী বলে জানা গেছে। এই চারজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের অনুসারী বলে জানা গেছে।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ ও অঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকেও বহিষ্কার করে।

প্রসঙ্গত, গত রোববার ভিসিবিরোধী আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। গত এপ্রিল থেকে কতিপয় শিক্ষক ভিসির  পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন।

http://www.anandalokfoundation.com/