চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে ত্রয়ী উপন্যাস ‘উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা’-সহ আরও একাধিক কালজয়ী উপন্যাসের স্রষ্টা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
সমরেশ মজুমদারের জন্ম ১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায়। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জিলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের (সাম্মানিক) স্নাতক স্তরে । এর পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি। সাহিত্য একাডেমি পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন সমরেশ মজুমদার। অনিমেষ-মাধবীলতা জুটির জন্য তিনি পাঠক হৃদয়ে অমর হয়ে রয়েছেন।