ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল

admin
September 8, 2015 7:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জাপানকে জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে মঙ্গলবার নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মাতারবাড়ীতে পাওয়ার প্ল্যান্টসহ অন্যান্য যে স্থাপনা করতে যাচ্ছি সেখানে বড় উদ্যোক্তা জাপান। আমাদের সার কারখানার অধিকাংশ জাপানের করা। তাই আমরা যদি জাপানকে একটি স্পেশাল ইকনোমিক জোন দেই সেক্ষেত্রে চট্রগ্রামে জাপানকে জমি বরাদ্দ দেওয়ার সম্ভাবনা আছে। এতে জাপানিরা তাদের অনেক শিল্প আমাদের এখানে পুনঃস্থাপন করতে পারবে। এজন্য সর্বাত্মক সহযোগিতা আমরা তাদের করব।

বর্তমানে বাংলাদেশে জাপানের ২৩০টি প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে বানিজ্যমন্ত্রী বলেন, ‘জাপানে গত পাঁচ বছরে রফতানি দ্বিগুণ হয়েছে। প্রতি বছর রফতানির পরিমাণ বেড়েই চলছে। আগামী তিন বছরে জাপানে বাংলাদেশের রফতানি দুই বিলিয়ন ছাড়িয়ে যাবে। জাপানিদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, নিটওয়্যার, চিংড়ি মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বেশ প্রিয়।

জাপান সরকার বাংলাদেশকে হ্যান্ড গ্লোভস ও অস্ত্র বাদে সকল রফতানি পণ্যের জন্য ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা দিয়েছে।’ বলেন তোফায়েল আহমেদ। জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। স্পেশাল ইকনোমিক জোনে জাপান আরও বেশি বিনিয়োগ করবে। জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়ার চাহিদা অনেক। আগামী দিনগুলোতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ২০১০-২০১১ অর্থ বছরে জাপানে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৪৩৪ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি ছিল এক হাজার ৩০৮ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-২০১৫ অর্থ বছরে জাপানে রফতানি বৃদ্ধি পেয়ে হয় ৯১৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে জাপান থেকে আমদানি হয়েছে এক হাজার ৫১৪ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৫৯৮ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। মতবিনিময়ের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/