ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন ভূমি অফিসের কর্মচারী

admin
November 22, 2016 5:42 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  চট্টগ্রামের ষোলশহর ভূমি অফিসের কর্মচারী সঞ্জীব কুমার দেকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে ষোলশহর ভূমি অফিসে সেবাগ্রহণকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার অভিযোগে অফিস সহকারী সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোশারফ হোসেন জানান, সকালে ষোলশহর ভূমি অফিসে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় সঞ্জীব কুমার দে ফ্ল্যাটের নামজারি করতে আসা এক ব্যক্তির থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। তাঁকে তাৎক্ষণিক আটক করা হয়। ষোলশহর, চান্দগাঁও ভূমি অফিসে কর্মকর্তা, কর্মচারীরা সেবা দিয়ে ঘুষ নিচ্ছেন—দীর্ঘদিন ধরে এমন অভিযোগের পর এ অভিযান পরিচালনা করে দুদক। অফিস সহকারী সঞ্জীব কুমার দেকে আটকের পর পুলিশ পাঁচলাইশ থানায় নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওয়ালিউদ্দিন আকবর জানান, দুদকের সহকারী পরিচালক এইচ এম আশরাফুজ্জামান বাদী হয়ে সঞ্জীবকে আসামি করে মামলা দায়ের করেছেন।

http://www.anandalokfoundation.com/