13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম গ্রেফতার-১

Link Copied!

বরিশালের গৌরনদীতে দুই মাহেন্দ্রা চালকের মধ্যে দ্বন্দের জেরধরে যুবদলের দুই গ্রæপ কর্মীর মধ্যে হামলা ও পাল্টাহামলায় যুবদলের দুই কর্মীকে কুপিয়ে ও একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাটাজোর ইউনিয়ন যুবদল কর্মী মোঃ রনি সরদার (৩০) ও সহোদর ভাই মোঃ আমির হোসেন (৩৫)কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পৌরসভার কাছেমাবাদ এলাকাল মোঃ শাওন (২৫ জনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় বাটাজোর ও পৌরসভার কাছেমাবাদ এলাকার দুই মাহেন্দ্রা চালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই চালকের বিরোধ মিমাংসা করে দেন।

এসময় কাছেমাবাদ এলাকার মাহেন্দ্রা চালক মিমাংসাকারী একজনের সাথে খারাপ আচরণ করলে মাহেন্দ্রা চালককে একটি থাপ্পর দেন যুবদল কর্মী রনি। ওই থাপ্পরের জেরধরে রাত সাড়ে সাতটার দিকে গৌরনদী পৌর যুবদল নেতা হীরা সরদারের নেতৃত্বে ২৫/৩০ জনে বাটাজোর বাসষ্ট্যান্ডের ঈগল কাউন্টারের সামনে গিয়ে ইউনিয়ন যুবদল কর্মী রনি ও তার বড় ভাই আমির হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় বাটাজোর বাসষ্ট্যান্ডের লোকজন ধাওয়া করে যুবদল নেতা হীরা সরদারের সহযোগী শাওনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

পৌর যুবদল নেতা হীরা সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের এলাকার লোকজনের ওপর হামলা করেছে এমন সংবাদের ভিত্তিতে বাটাজোর গিয়েছিলাম বিষয়টি জানতে। সেখানে যাওয়া মাত্রই রনি ও তার সহযোগীরা আমাদের ওপর হামলা চালিয়ে যুবদল কর্মী শাওনকে বেধম মারধর করেছে।

গৌরনদ থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। শাওন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/