ঢাকা
শিরোনাম

ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন এর উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

এক ডাক্তারের ব্যবস্থাপনায় অন্য ডাক্তারের স্বাক্ষর সাপাহারে সাথী সেবা ক্লিনিকে ১ লক্ষ টাকা জরিমানা

নড়াইলের বারইপাড়া সেতু ষষ্ঠবার বাড়ল প্রকল্পের মেয়াদ, নকশা ত্রুটিতে ব্যয় বেড়ে দ্বিগুণ

ধর্ষণের পর নারীকে হত্যার ঘটনায় ফরিদপুরে ২ জনের মৃত্যুদণ্ড

কেওয়াটখালি সেতু নির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং চায়নার যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি

উচ্চশিক্ষিত ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ও কানাডার নাগরিকত্ব সবচেয়ে বেশি গ্রহণ করেছে

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান জরুরি

আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিক অধিকার ফেরাতে একুশ প্রেরণা: খালেদা

admin
February 21, 2016 12:09 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়া বলেছেন, ‘জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বায়ান্নর মহান একুশের শহীদদের আত্মদান প্রেরণা যোগাবে। একুশের অম্লান চেতনা সব ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করবে।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এদেশের ওপর সাংস্কৃতিক, অর্থনৈতিক আধিপত্য কায়েম করে জাতি হিসেবে আমাদের নতজানু করে রাখতে চাচ্ছে। ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহল বিশেষের সহযোগিতায়।’

তিনি বলেন, ‘যারা দেশকে তাবেদার রাখতে চান তারাই চক্রান্তজাল বুনে আধিপত্যের থাবাকে বিস্তার লাভ করতে সুযোগ দিয়ে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছে। যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। আর এই জন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে।’

তিনি বলেন, শহীদদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বায়ান্নর ২১শে ফেব্রুয়ারি পথ ধরেই এদেশের সব গণতান্ত্রিক ও স্বাধীকারের সংগ্রাম সম্প্রসারিত হয়েছে।

খালেদা বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে।’

ভাষা সৈনিকদের শ্রদ্ধা, অভিনন্দন এবং তাদের অব্যাহত সুখ, শান্তি ও দীর্ঘায়ূ কামনা করেন তিনি।

অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ‘অধিকার আদায় ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষা শহীদরা আমাদের প্রেরণার উৎস। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তাঁরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। প্রতিষ্ঠিত করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’

http://www.anandalokfoundation.com/