নিজস্ব প্রতিবেদক: বর্তমান বাংলাদেশে সর্বমহলে সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গিবাদ। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করতেই হবে। এর বিকল্প কিছু নেই। অভিভাবকেরাই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ, প্রতিটি অভিভাবক তাঁর সন্তানের দিকে সুদৃষ্টি রাখলে সন্তান কখন খারাপ কাজে জড়িত হতে পারবে না। অথচ বর্তমান সমাজে কোনো কোনো অভিভাবক খোঁজই রাখে না যে তাঁর সন্তান কোথায় আছেন, কী করছে।
গ্রাম থেকে শহরে গিয়ে সন্তান লেখাপড়া করলে সেই সন্তান নিজেকেই অভিভাবক মনে করে, যা ইচ্ছা তাই করে বেড়ায়। এ জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং নিজের সন্তানের খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত খবর নিতে হবে আপনার সন্তান কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে, ঠিক ঠাক পড়াশোনা করে কি না, এসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার। তাই আসুন জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে আমরা সবাই সচেতন হই। দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলি।