ঝিনাইদহ প্রতিনিধি॥ ১১মে’২০১৮ঃ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের সমর্থিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীঁগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন। তারা শুক্রবার দিনব্যাপী আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ করেছেন।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ গণসংযোগ কালে খুলনার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, জেলা পরিষদের সদস্য মোদাচ্ছের হোসেন প্রমুখ।
গণসংযোগকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সারাদেশে উন্ন্য়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।