স্টাফ রিপোর্টারঃ বিদেশী দুই নাগরকি হত্যাকান্ড দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো ঘটনা। আর এই হত্যাকান্ডের পর খুনীদের শনাক্ত করতে না পারার ব্যর্থতা অবশ্যই সরকারকে নিতে হবে। পরপর দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে ঐক্য ন্যাপ আয়োজিত মানববন্ধনে সভাপতির ভাষণে তিনি এ সব কথা বলেন। পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘বিদেশী হত্যায় যারাই জড়িত থাকুক তাদের বিচারের আওতায় এনে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। আর দেশে জঙ্গি দমনে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেল গঠন করতে হবে।’ তিনি বলেন, ‘এই ধরনের খুনের ঘটনা যাতে আর ঘটতে না পারে সেজন্য সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের প্রধান কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আর নিরাপত্তা খাতেই সবচেয়ে বেশি ব্যয় করা হয়। তাহলে আমরা আমাদের নিরাপত্তা পাবো না কেন?’ মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, সভাপতিমন্ডলীর সদস্য সুকুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া, নারী নেত্রী অলিজা হাসান, নাসির উদ্দিন বাদল, ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।