বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। সাদেক হোসেন খোকার কারাদণ্ড নাকি বিএনপিকে দমিয়ে রাখার অংশ। আওয়ামী লীগ সবসময় আদালতের প্রতি শ্রদ্ধা রাখে। লতিফ সিদ্দিকীর বিষয়েও আমরা আদালতের নির্দেশে হস্তক্ষেপ করিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর আদর্শের আলোকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ একথা বলেন। সভার আয়োজক আমরা নগরবাসী নামের একটি সংগঠন।
শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপিসহ শরিক দল ও বর্তমান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তা স্বীকার করেন না। এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেও তারা হতাশ। এভাবে দেশ এগিয়ে গেলে আগামী নির্বাচনে নয়, ভবিষ্যতেও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না তারা।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মিশন এখন ভারতের মন জয় করা। যে দলের রাজনীতি ভারতবিরোধী, তারা কীভাবে মন জয় করবে। কিছুদনি আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে মিথ্যা প্রচার করেছে। সেই দলের ভারতপ্রীতি করে কোনো লাভ নেই। ভারতের দুয়ারে না ঘুরে বরং দেশের জনগণের দুয়ারে ঘুরলে ক্ষমা পেতে পারেন। দীর্ঘদিন থেকে দেশের বাইরে আছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আইনের চোখে তিনি এখন পলাতক। তাই তার স্থলে ছেলের বউকে চেয়ারপারসন করার চেষ্টা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক এমপি।
মন্ত্রী বলেন, ছেলে পলাতক তাই তাকে না পেরে ছেলের বউকে চেয়ারপারসন করার চেষ্টা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কারণ মা ছেলে মিলে ট্রাস্টের টাকা চুরি করেছে। এখন তার বিচার হচ্ছে। এজন্য ছেলে পলাতক। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছেলে। এসব কারণে এখন ছেলের বউকে চাচ্ছেন চেয়ারপারসন করতে।
তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার। ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে তারা (বিএনপি-জামায়াত) কত কিছুই না করেছে। কিন্তু ব্যর্থ হয়েছে। এখন মা-পুতে (খালেদা-তারেক) লন্ডনে বসে কি ষড়যন্ত্র করছে আল্লাই ভলো জানে।সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।