কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সমার্থিত টিপু ও বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভার ১নং ওয়ার্ডের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে । এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।
বুধবার সকালে ভোট চলাকালীন এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খাঁন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কুমারখালী স্পর্টিং ক্লাব কেন্দ্রে সকাল সাড়ে ৭টার দিকে প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেনকে আটক করেছে পুলিশ।