ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আঃ লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

admin
September 24, 2016 10:51 am
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধিঃ জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের মণ্ডলপাড়ায় আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত দুজন হলেন ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫)। তাঁরা ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলীর পক্ষের লোক। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন ও মজিদ মেম্বারের লোকজনদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে মাঝপাড়া গ্রামের মণ্ডলপাড়ায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি গোলাগুলিরও ঘটনাও ঘটেছে।

সংঘর্ষে ইউপি চেয়ারম্যান কেরামত আলীর পক্ষের সমর্থক ইমান আলী মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একই পক্ষের শাহাবুদ্দিন নামে আরো একজনের মৃত্যু হয়। অপর পক্ষের আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার ও চাপাইগাছী বিলের দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

http://www.anandalokfoundation.com/