13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন এনজিওর কিস্তি পরিশোধের আতংকে ঘুম হারাম খেটে খাওয়া মানুষের

Rai Kishori
March 23, 2020 7:20 pm
Link Copied!

আঃজলিল, শার্শা যশোর সংবাদদাতাঃ বাংলাদেশের প্রায় সকল জেলায় গ্রাস করেছে মরন ব্যতী করোনা ভাইরাস। বাঙালীজাতী মরণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণের আতংকে দিনযাপন করছে। গরীব অসহায় খেটে খাওয়া মানুষ পরিবার নিয়ে চার দেয়লে বন্ধী। সাভাবিক জীবন যাপনে বাধা। কাজে না গেলে কিস্তি পরিশোধ করবে কিভাবে। করোনা ভাইরাস এর মতো কিস্তি পরিশোধের আতংকে ঘুম হারা হচ্ছে ।
শার্শা উপজেলা সহ বেনাপোলেও বিভিন্ন খেটে খাওয়া মানুষের আকুতি মিনতি  কিস্তির টাকা পরিশোধ নিয়ে।
সারা বাংলাদেশে করোনা ভাইরাস আতংকে ঘরমুখী হচ্ছেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন বিত্তের মানুষেরা। এর মধ্যে সাধারণ ভ্যান চালক রিক্সা চালক ও শ্রমজীবি সহ নিম্ন আয়ের মানুষগুলো রয়েছেন প্রচন্ড আতংকে। বিষয় ঋনের কিস্তির টাকা পরিশোধ।
বিভিন্ন খেটে খাওয়া মানুষের সাথে আলাপকালে জানায় তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন কিন্তু করোনা ভাইরাস জনিত কারনে তারা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে তাদের কোন আয় ইনকাম নেই সেই ক্ষেত্রে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋনের কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবেন।
তারা জানান বর্তমানে করোনা ভাইরাসের কারণে কিস্তি মওকুফ করলে তাদের উপকৃত হবেন।
http://www.anandalokfoundation.com/