কিশোরগঞ্জ প্রতিনিধিঃ জেলার কুলিয়ারচর উপজেলা বিএনপির ৩৮ জন নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার বিকেলে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল ছালাম খান এই আদেশ দেন।
এর আগে উক্ত ৩৮ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন না মঞ্জুর হওয়া নেতা-কর্মীরা সবাইই বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার আসামি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মজলু মিয়া, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার, রামদী ইউনিয়ন যুবদলের সভাপতি আলম ভুইয়া ও উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া।
গত ১২ ডিসেম্বর কুলিয়ারচর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আগরপুর বাস স্ট্যান্ডে জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে সংবর্ধনা প্রদানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই মামলা করা হয়। কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগ এনে শরীফুল আলমসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা এবং দণ্ড বিধির ১৪৩, ৩৩২, ৩৫৩ ও ১১৪ ধারায় মামলাটি করেন।
মামলায় মো. আব্দুল কুদ্দুছ, মিজানুর রহমান, মীর ইকবাল হোসাইন বিপ্লব, বদরুল মোমেন মিঠু ও আসাদ রেজা আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে কোর্ট উপপরিদর্শক (সিএসআই) সুনীল সাহা জামিনের বিরোধিতা করেন।