ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে উৎকর্ষ দিলো দূঃস্থদের মাঝে বস্ত্র

Rai Kishori
October 4, 2019 8:23 pm
Link Copied!

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥   ঝিনাইদহ কালীগঞ্জের ”উৎকর্ষ” নামের একটি সামাজিক সংগঠন শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে প্রায় শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছোট ভাটপাড়া গ্রামের দূর্গামন্দিরে দঃস্থদের মাঝে শাড়ি ও ধূতিসহ বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখালী মুক্তিযোদ্ধা আঃ রউফ ডিগ্রী কলেজের প্রভাষক অমলেন্দু সাধন, সমাজ সেবক আঃ কুদ্দুস, দিলিপ কুমার দাস, সুন্দর কুমার দাস, উজ্জল অধিকারী, তরুন মৈত্র, চঞ্চল সেন, রবিন সেন, উত্তম চক্রবর্তী প্রমূখ।

উল্লেখ্য,প্রতিবছর শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে লেখা পড়ার সামগ্রী বিতরন করে থাকে উৎকর্ষ নামের সেবামুলক এ সংগঠনটি।

http://www.anandalokfoundation.com/