মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ী নেতার ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় আহত ব্যবসায়ী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলারপূর্ব এনায়েতনগরের সমিতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ী আবুল কাশেম তালুকদার (৬৮)। তিনি কালকিনি উপজেলার পুর্বএনায়েতনগর ইউনিয়নের মোহরদ্দিরচর এলাকার সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সোমবার সকালে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে ব্যবসায়িক কাজে যান আবুল কাশেম তালুকদার। সমিতিরহাট বাজারে ফারুকের চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎ করে কাশেম তালুকদারকে ঘিরে ধরে কয়েক যুবক। কিছু বুঝে ওঠার আগেই তাকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে ফেলে। আবুল কাশেমের চিৎকারে আশাপাশের লোকজন এগিয় এলে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন গুরতর অবস্থায় আহত আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আবুল কাশেমকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোমসাদি ইসলাম বলেন, আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাত রয়েছে। তার ডান পায়ের রগেও গুরতর আঘাত। এটা ইনভেস্টিগেশন হওয়ার পর বলা যাবে রগ কাটা হয়েছে কি না। তবে তার অবস্থা ভালো না।
আহত আবুল কাশেমের ছেলে মো. তাইজুল ইসলাম পুর্বএনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। জানতে চাইলে মো. তাইজুল ইসলাম বলেন, পূব শত্রুতার ছাড়াও হামলাকাদের সঙ্গে আধিপত্য নিয়ে আমাদের বিরোধ রয়েছে। আমার বাবাকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও পায়ের রগ কর্তন করেছে রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ অন্তত ২০ থেকে ২৫ জন লোক। তারা সবাই মিলে আমার বাবাকে হত্যা করতে চেয়েছিলেন। আমার বাবাকে হত্যা করতে পারলে ওরা বাজার দখল করতে পারবে। আমার বাবার অবস্থা ভালো না। তাকে পঙ্গুতে ভর্তি করা হয়েছে। যারা আমার বাবার ওপর হামলা চালিয়েছে তাদের বিচার চাই আমি।
অভিযোগের বিষয় জানতে চাইলে মূল অভিযুক্ত রাসেল খা বলেন, আমি হামলার বিষয় কিছুই জানিনা। এ ঘটনার সঙ্গে আমি বা আমার কোন লোকজনও জড়িত নয়। রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হচ্ছে।
হামলার সম্পর্কে জানতপ চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল-মামুন বলেন, আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা গুরতর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা এখনো সম্ভব হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।