13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক পরিবারের উপর হামলা-মহিলাসহ আহত-২

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আকন (৬৫) নামে এক কৃষক পরিবারের হামলার ঘটনা ঘটে। এতে মহিলাসহ ২ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সুত্রে জানাগেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতে বাহাদুর গ্রামের অসহায় কৃষক ফারুক আকন তার  ক্রয়কৃত জমিতে কাজ করতে যান। এসময় একেই এলাকার প্রতিপক্ষ সাইদুল মাতুব্বর তাকে বাধা সৃষ্টি করে।
এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সাইদুল মাতুব্বরের নেতৃত্বে তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে শাহানাজসহ বেশ কয়েজন মিলে কৃষক ফারুক আকনের উপর হামলা চালায়। এসময় ফারুকের পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে আহত হন কৃষক ফারুক আকন(৬৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম(৪৫)। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কৃষক ফারুক আকন জানান, আমি এবং আমার স্ত্রী সাইদুলের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার স্ত্রীর মাথায় আঘাতে প্রচন্ড জখম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্ত্রীর বিষয়টি সাধারন আঘাত বলে ভর্তিতে উল্লেখ করেছে।
তবে অভিযুক্ত সাইদুল মাতুব্বর ঘটনা অস্বীকার করেন। এব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
http://www.anandalokfoundation.com/