ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ইউপি নির্বাচনে বিদ্রোহী-৭, আওয়ামীলীগ-৬ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

admin
May 8, 2016 6:16 pm
Link Copied!

মো. আমির সোহেল. কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে শনিবার অনুষ্ঠিত্বব্য মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়নে মধ্যে আ’লীগের বিদ্রোহী-৭ ও আ’লীগের-৬ জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন গোপালপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন মাতুব্বর (আনারস), ডাসারে আ’লীগের বিদ্রোহী প্রার্থী কাজী সবুজ (মোটর সাইকেল), নবগ্রামে আ’লীগের প্রার্থী বিভুতি ভুষন বাড়ৈ (নৌকা), কাজী বাকাই আ’লীগের বিদ্রোহী প্রার্থী নূর মোহাম্মদ হাওলাদার (আনারস), বালীগ্রামে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন খান (আনারস), লক্ষীপুরে আ’লীগের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী (নৌকা), বাঁশগাড়ীতে আ’লীগের প্রার্থী মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান সুমন (আনারস), আলীনগরে আ’লীগের প্রার্থী হাফিজুর রহমান মিলন (আনারস), চর দৌলতখানে আ’লীগের প্রার্থী মো. চানমিয়া শিকদার (নৌকা), সাহেব রামপুরে আ’লীগের প্রার্থী কামরুল হাসান সেলিম (নৌকা),কায়ারিয়া আ’লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান নূর মোহাম্মদ (আনারস)। অপরদিকে রমজানপুরে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগের প্রার্থী মো. ইউনুস আলী বেপারী (নৌকা)।

http://www.anandalokfoundation.com/