আজ ১৬ ই আগস্ট কলকাতা মুসলিম লীগের হিন্দু গণহত্যা দিবস । ৭৮ বছর আগে ১৯৪৬ সালের এইদিনে ভারতের কলকাতার হিন্দুদের জীবনে নেমে এসেছিল এক নৃশংস জেহাদি আক্রমণ, যার পোশাকি গালভরা নাম ছিল ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ আর ইতিহাসে যা পরিচিত হয়েছে, হিন্দু বিরোধী দাঙ্গা ও হিন্দু গণহত্যা ‘The great Calcutta killing’ নামে।
কলকাতা শহরের অলিতে গলিতে মৃতদেহ স্তুপীকৃত, সমস্ত ড্রেন হিন্দুদের লাশে ভর্তি হয়ে গিয়েছিলো। আর গঙ্গায় এত লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিলো যে, দুর্গন্ধে মাঝিদের নৌকা চালানো দুঃসাধ্য হয়ে উঠেছিলো। বাঁশের লগি দিয়ে লাশ সরিয়ে সরিয়ে রাস্তা তৈরি করে মাঝিদেরকে নৌকা এগিয়ে নিয়ে যেতে হয়েছিলো। ধারণা করা হয় পঞ্চাশ হাজারের বেশী হত্যা হয়েছিল। আহতের সংখ্যা অগণিত। আর লাঞ্ছিত ও ধর্ষিত হয়েছিল কয়েক হাজার রমনী। তবে আসল সংখ্যা হয়তো এর থেকে অনেক গুন বেশী, অগুনতি মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। মুসলিম লীগের লুটপাটের ফলে হওয়া আর্থিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা ছিল অসম্ভব।
১৯৪০ সালের ২৩ শে মার্চ লাহোর প্রস্তাবে জিন্না বলেন,”ইসলাম ও হিন্দু তো শুধুমাত্র আলাদা ধর্ম নয় সম্পূর্ণ বিপরীত জাতিসত্তা।… মুসলমানরা সংখ্যালঘু নয় মুসলমানরা একটা আলাদা জাতি। জাতি গঠনের সমস্ত প্রয়োজনীয় উপাদান তাদের মধ্যে আছে তাই অবশ্যই তাদের নিজেদের বাসভূমির অধিকার আছে।”
এরপর ১৯৪০ সালের ৬ ই এপ্রিল গান্ধীজী হরিজন পত্রিকায় লেখেন, “দেশের অন্যান্য জনগোষ্ঠীর মত মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে বর্তমানে আমরা একটা যৌথ পরিবারের মধ্যে বসবাস করছি তাই এর কোন এক শরিক ভিন্ন হতে চাইতেই পারে।”
এইভাবে, প্রকারান্তরে গান্ধীজী পাকিস্তান প্রস্তাবে সমর্থন জানান। এতে জিন্না যারপরনাই খুশি হন কিন্তু জিন্না জানতেন মুখে কোনো কাজ হবে না, পাকিস্তান আদায় করতে হলে তাকে দেশের ভেতর অরাজকতা ও ভীতি তৈরি করতে হবে।
১৯৪৬ সালের প্রথম দিকে ব্রিটেন থেকে ক্যাবিনেট মিশন ভারতে আসে ভারতীয়দের ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব নিয়ে। ক্যাবিনেট মিশন ১৬ ই মে তে একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেয় কংগ্রেস ও মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে। কিন্তু এই প্রস্তাবে পাকিস্তানের কোন উল্লেখ ছিল না। উল্লেখ ছিল অখন্ড ভারত রাষ্ট্রের, তবে মুসলিম অধ্যুষিত প্রদেশ এবং দেশীয় রাজন্যবর্গ রা একটি স্ব-শাসিত মন্ডলী গঠন করতে পারবে। এবং তারা ১৫ বছর পর চাইলে ভারত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারে। এই প্রস্তাব মুসলিম লীগ মেনে নিল কিন্তু পরবর্তীকালে ভারত খন্ডিত হতে পারে এরকম প্রস্তাব থাকায় কংগ্রেস এটি মেনে নেয়নি। এবং তারা এটিকে সংশোধনের আর্জি জানায় কিন্তু মুসলিম লীগ কোনরূপ সংশোধনে রাজি ছিল না। এ রকম জটিলতার মধ্যে মুসলিম লীগ ও পরে ক্যাবিনেট মিশনের প্রস্তাবে সম্মতি তুলে নেয়।
ক্যাবিনেট মিশনে সরাসরি পাকিস্তানের কোন উল্লেখ না থাকায় জিন্না সেটিকে যেনতেন প্রকারনে আদায় করতে উদ্যত হয়। বোম্বে শহরে ১৯৪৬ সালের ২৮ শে জুলাই মুসলিম লীগ অধিবেশনে জিন্না ১৬ ই আগস্টে সারা ভারত জুড়ে হিন্দুদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। তিনি বলেন,”আমি নীতিকথার আলোচনায় যেতে চাই না, আমাদের হাতে বন্দুক আছে এবং তা ব্যবহার করতে প্রস্তুত।”
এরমধ্যে তৎকালীন অখন্ড বঙ্গপ্রদেশে(পূর্ব ও পশ্চিম বঙ্গে) প্রায় ৫৬ শতাংশ মুসলিম জনসংখ্যা ছিল তাই স্বাভাবিকভাবেই আইনসভাতে সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম লীগের। অবিভক্ত বঙ্গ ছিল মুসলিম শাসনাধীনে থাকা ভারতের একমাত্র প্রদেশ। তাই বাংলায় প্রত্যক্ষ সংগ্রাম বাস্তবায়িত করার সম্পূর্ণ সুযোগ পেয়ে যায় মুসলিম লীগ। তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি বাংলাজুড়ে হিন্দুদের কচুকাটা করার দায়িত্ব কাঁধে তুলে নেয়। ১৬ ই আগস্ট এর আগে ২৪ পুলিশ হেডকোয়ার্টার এর মধ্যে ২২ টি তে মুসলিম পুলিশ কমিশনার কে দায়িত্ব দেওয়া হয় যাতে হিন্দুরা কোনভাবেই পুলিশ প্রশাসনের সাহায্য না পায়। ৫ ই আগস্ট স্টেটসম্যান পত্রিকার এক নিবন্ধে সোহরাওয়ার্দী বলে,”হিংসা এবং রক্তপাত অন্যায় নয় যদি তা মহৎ উদ্দেশ্যে করা হয়। মুসলমানদের কাছে আজ পাকিস্তান আদায় করা ছাড়া অন্য কোন প্রিয় কাজ নেই।” মুসলিম লীগ তাদের সশস্ত্র প্রশিক্ষিত বাহিনী মুসলিম ন্যাশনাল গার্ড কে একত্রিত করতে থাকে, তাদের একটি সমাবেশে খাজা নাজিমুদ্দিন বলেন, “মুসলিম লীগের এটা পরম সৌভাগ্য যে এই রমজান মাসেই সংগ্রাম শুরু হবে কারণ এই রমজান মাসেই জিহাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ।”
প্রত্যক্ষ সংগ্রামের প্রস্তুতি প্রসঙ্গে ১১ ই আগস্ট বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মুসলিম লীগ নেতা নাজিমুদ্দিন আরও বলেন,”অসুবিধা সৃষ্টি করার ১০১ উপায় আমাদের জানা আছে, কেননা আমরা ও হিংসার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলার মুসলিম জনতা খুব ভালভাবেই জানে প্রত্যক্ষ সংগ্রাম কি! তাদেরকে নতুন করে কোনো ইঙ্গিত দেবার প্রয়োজন নেই।” এর সঙ্গেই কলকাতার তৎকালীন মুসলিম মেয়র ওসমান খান তরোয়াল হাতে জিন্নাহর ছবি সহ উর্দুতে একটি প্রচারপত্র বিলি করেন যার বক্তব্য ছিল, “আশা ছেড়ো না, তরোয়াল তুলে নাও, ওহে কাফের তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয়।” এইভাবে মুসলিম লীগ নেতৃত্ব মুসলিম জনগণকে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত করতে থাকে। ১৬ ই আগস্টের এক সপ্তাহ আগে থেকে কলকাতার বিভিন্ন জায়গায় মুসলিম দোকানগুলোতে পাকিস্তান লিখে চিহ্নিত করা হচ্ছিল যাতে ভুল করে প্রত্যক্ষ সংগ্রামে মুসলিম দোকান লুট না হয়ে যায়। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় রাজাবাজার, পার্কসার্কাস, ধর্মতলা, ক্যানেল ওয়েষ্ট রোড সহ বিভিন্ন জায়গায় লাঠি, ছোড়া, বন্দুক, তরোয়াল ভর্তি গাড়ি দেখা যাচ্ছিল। বিভিন্ন জায়গায় কামারশালায় দেখা যায় মুসলমানরা বিভিন্ন অস্ত্রশস্ত্র ধার দিয়ে রাখছিল। কলকাতার বিভিন্ন এলাকা বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয় যাতে সুষ্ঠুভাবে গণহত্যা চালানো যায়। এইভাবে প্রায় ১৮ দিন প্রস্তুতি নেওয়ার পর ১৫ ই আগস্ট মুসলিম লীগ সরকার ১৬ ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করে দেয় এবং বনধের ডাক দেয়। এর উদ্দেশ্য ছিল যাতে নিরাপদে এবং কোন অসুবিধা ছাড়াই মুসলমানরা হিন্দুদের হত্যা করতে পারে এবং লুটপাট চালাতে পারে। এই বনধের সিদ্ধান্ত আসলে কি সবাই বুঝতে পারলেও একমাত্র হিন্দু মহাসভা ছাড়া এটির প্রতিবাদ কেউ করেনি উল্টে কমিউনিস্ট পার্টি প্রকারান্তরে এই বনধ কে সমর্থন করে!
১৫ ই আগস্ট রাত জুড়ে নারায়ে তকবীর, লড়কে লেঙ্গে পাকিস্তান ধ্বনি শোনা যেতে থাকে কলকাতায় বিভিন্ন এলাকা থেকে। রাত্রিবেলায় বিভিন্ন মসজিদে মসজিদে মুসলিম জনতাকে একত্রিত করতে থাকে মুসলিম লীগ নেতৃত্ব যাতে সকালবেলায় ফজরের নামাজের পরেই বেরিয়ে পড়া যায় হিন্দু নিধনে।
১৬ ই আগস্ট সকাল থেকেই শুরু হয়ে যায় মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম জনতার কলকাতাজুড়ে বীভৎস আক্রমণ। ভোরবেলা অন্যদিনের মত উত্তর কলকাতার এক দুগ্ধ ব্যবসায়ী প্রাতঃভ্রমণে বেরোলে তাঁকে খুন করা হয়। তিনি কলকাতার ৪৬ এর গনহত্যার প্রথম শিকার। এরপর সাড়ে ছয়টার দিকে মানিকতলা বাজার আক্রমণ করে মুসলিম জনতা। সাড়ে সাতটার দিকে বউবাজার ও লোয়ার সার্কুলার রোডের সংযোগস্থলে শিয়ালদায় প্রচুর সংখ্যক মুসলমান লাঠি ও লোহার রড তরোয়াল সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হতে শুরু করে। এরপর দিকে দিকে খুন-জখম, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট ইত্যাদি খবর আসতে শুরু করে পুলিশ ও প্রশাসনের কাছে। কিন্তু সেই দিন লালবাজার পুলিশ কন্ট্রোল রুমে নিজে বসেছিলেন হোসেন সোহরাওয়ার্দী যাতে পুলিশ চাইলেও কোন পদক্ষেপ না করতে পারে। এরপর টেরিটি বাজার, সিটি সিনেমা হল, রিপন স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রীট, মল্লিক বাজার, বড়তলা এরিয়াতে হিন্দুদের ধরে ধরে খুন ও ধর্ষণ করা শুরু হয় এবং বাড়ি ও দোকান লুটপাট ও অগ্নিসংযোগ পুরোদমে চলতে থাকে।
এরইমধ্যে ময়দানে লাঠিসোটা এবং তরোয়াল, বন্দুক নিয়ে প্রায় ৫০,০০০ মুসলিম জনতা জমায়েত করে। যা তখনও পর্যন্ত ছিল সবচেয়ে বড় সমাবেশ। ময়দানে মঞ্চে উপবিষ্ট মুসলিম লীগ নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, আবুল হাসেম, এমএস ইস্পাহানি সঙ্গে তপশিলি মোর্চার যোগেন্দ্রনাথ মণ্ডল। বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সমগ্র মুসলিম জনতা কে বলেন, “সেনা ও পুলিশ কে সংযত করা হয়েছে, ২৪ ঘন্টা সময় দিলাম যা করতে পারিস কর।”
ময়দানের সভা শেষ হতেই উন্মত্ত মুসলিম জনতা দলবদ্ধভাবে প্লান মাফিক আক্রমণ করে হিন্দু জনতা ও দোকানপাট এর উপর। ক্যানিং স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রীট, কর্পোরেশন স্ট্রীট, ধর্মতলা স্ট্রীট মানিকতলা রোড, বিবেকানন্দ রোডে গণলুট চলে। বিখ্যাত দোকান কমলালয় স্টোর্স, ভারতকলা ভান্ডার, লক্ষী স্টোর্স লুট করা হয়। উত্তর ও মধ্য কলকাতার গড়পার, নারকেলডাঙ্গা ফুলবাগান, বেলেঘাটা,পার্কসার্কাস, কলুটোলা, চিৎপুর অঞ্চলের প্রায় প্রতিটি বাড়ি আক্রান্ত হয়। অভিনেতা ছবি বিশ্বাস থেকে গণিতজ্ঞ যাদব চক্রবর্তী,রাজা দেবেন্দ্র মল্লিক থেকে ডেপুটি পুলিশ কমিশনার এস এন মুখার্জি দের উপরে আক্রমণ করা হয়। ক্যানেল ওয়েস্ট স্ট্রীট, গ্যাস স্ট্রীট, বেলেঘাটা মেইন রোড, নারকেলডাঙ্গা মেইন রোড, পিয়ার্স লেন, মেটিয়াবুরুজের লিচুবাগান প্রভৃতি অঞ্চলে হিন্দুদের নৃশংসভাবে হত্যা এবং নৃশংসভাবে ধর্ষণ ও গণধর্ষণের খবর আসতে থাকে। বেঙ্গল ক্লাব এবং কে সি বিশ্বাসের দোকানে লুটপাট চালাতে থাকে মুসলিম জনতা।
বিকেলে দেখা যায় ধর্মতলা স্ট্রিটে চাঁদনী চক বাজার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে মুসলিম জনতার লুন্ঠনে, মির্জাপুর স্ট্রিট এবং আপার সার্কুলার রোড সশস্ত্র মুসলমানদের দ্বারা পরিপূর্ণ। বাটা সু কোম্পানি এবং সেন এন্ড ল এর দোকান পুরোপুরি লুণ্ঠিত। মার্কেট স্ট্রীট, ফ্রি স্কুল স্ট্রীট, মারকুইস স্ট্রিট, এলিয়ট রোডে হিন্দুদের প্রায় সবাইকে হত্যা করা হয় এবং তাদের বাড়িঘর লুট করা হয়। চাঁদ দত্ত স্ট্রিটে গমের কল এবং লোয়ার সার্কুলার রোডে লক্ষীকান্ত দাস এর সাইকেল দোকান লুট করা হয় এবং অগ্নিসংযোগ ও সমস্ত কর্মীদের হত্যা করা হয়। এছাড়াও যে কত শত জায়গায় আক্রমণ হয়েছিল এবং কত শত মানুষ নিহত এবং কতশত মহিলা ধর্ষিত, গণধর্ষিত, অপহৃত হয়েছিলেন তার সঠিক হিসাব নেই। উপরের ঘটনাবলী শুধুমাত্র প্রথম দিন অর্থাৎ ১৬ ই আগস্ট এর। এরপর ১৭ ও ১৮ ই আগস্ট দুপুর পর্যন্ত মুসলিমরা বিনা বাধায় কলকাতার জায়গায় জায়গায় হিন্দুদের হত্যা বাড়িঘর লুন্ঠন মেয়েদের ধর্ষণ, অপহরণ করতে থাকে। দেড় দিন ধরে টানা নারায়ে তকবীর, আল্লাহু আকবর, লড়কে লেঙ্গে পাকিস্তান ধ্বনিতে ছেয়ে যায় কলকাতার আকাশ। কলকাতার প্রাক্তন ডিজি গোলক বিহারী মজুমদার দাঙ্গার বর্ণনায় তার বইতে লেখেন, “রাত এগারোটা বারোটা নাগাদ ওরা আবার আক্রমণ করল। দেখলাম একদল লোক তাদের হাতের ছোরা, তরোয়াল সহ নানা রকমের অস্ত্র। তারা চিৎকার করে বলছে আজ তো এক এক হিন্দু কো কুরবানি করেগা। সবচেয়ে বেশি ভয় দিদিকে নিয়ে কারণ হিন্দু মেয়েদের ওপর তাদের বরাবরের লোভ।” তিনি আরও বলেন, “আমাকে রাজাবাজারের উপর দিয়ে যেতে হত, একদিন দেখলাম গরু কেটে যেভাবে হোক এর সঙ্গে ঝুলিয়ে রাখে তেমনি ভাবে হাত পা কাটা নগ্ন হিন্দু মেয়েদের চুল বেঁধে এসব ঝুলিয়ে রেখেছে।”
ভিক্টোরিয়া কলেজের লেডিজ হোস্টেল আক্রমণ করেছিল মুসলিম জনতা। অন্যান্য মেয়েরা সময়মতো বাড়িতে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পালাতে পারেনি চারজন ছাত্রী। হোস্টেলেই ছিলো তারা। হতভাগিনীদের উপর গণধর্ষণ চালিয়ে তাদের হত্যা করে হিংস্র মুসলিম জনতা। ধর্ষণের পর তাদের স্তন কেটে নিয়ে তারপরে তাদের যৌনাঙ্গে গো-মাংস ঝোলানোর শিক ঢুকিয়ে‚ তাদের মৃতদেহগুলিকে কলেজের দোতলার একটি ক্লাসরুম থেকে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়েছিলো হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য।
১৭ ই আগস্ট গার্ডেনরিচ টেক্সটাইল ইউনিয়নের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ ফারুকের নেতৃত্বে মেটিয়াবুরুজের কেশোরাম কটন মিলের কয়েক হাজার হিন্দু শ্রমিককে হত্যা করে মুসলিম জনতা এবং তাদের হুগলি নদীতে ফেলে দেওয়া হয়। পরে মাঝিরা বলতো মৃতদেহগুলি ফুলে-ফেঁপে এমন বীভৎস অবস্থা হয়েছিল যে মাঝ নদীতে নৌকা চালাতে গেলেও দাঁড় দিয়ে মৃতদেহ সরিয়ে সরিয়ে চলতে হচ্ছিল।
এরকম একতরফা মার খেতে খেতে বাঙ্গালী হিন্দুরা বুঝে যায় যে সরকার এবং পুলিশ কিছুই করবে না উল্টে তারাই হিন্দুদের গণহত্যাতে সাহায্য করছে। এবার তারা নিজেরাই মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে উদ্যত হয়। বাঙালি হিন্দুদের প্রাণ বাঁচাতে এবং হিন্দু রমণীগণকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেন কলকাতার কিছু মানুষ। তাদের মধ্যে অন্যতম গোপাল মুখার্জী যিনি পরিচিত গোপাল পাঁঠা নামে। তিনি এই ভয়াবহতা দেখে এক দিনের মধ্যে এক হাজারেরও বেশি হিন্দু মুসলিম যুবককে নিয়ে সশস্ত্র বাহিনী গড়ে তুললেন। তারা বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র এবং বন্দুক সংগ্রহ করতে থাকে এবং দাঙ্গাবাজ মুসলিমদের পাল্টা হত্যা করতে শুরু করে। কিন্তু এই প্রতিরোধ বাহিনীর প্রতি কিছু সুনির্দিষ্ট নির্দেশও ছিল, ১.অস্ত্রহীন মুসলমানকে হত্যা করবে না। উল্টে যদি সে নিরাপত্তা চায় তাকে নিরাপত্তা প্রদান করবে। ২.মুসলমান পশুদের মত কোন মহিলা বা শিশুর গায়ে হাত দেবে না।
এরইমধ্যে সোহরাওয়ার্দীর মেয়ের গানের শিক্ষক হরেন ঘোষ মুসলিম লীগের একটি ষড়যন্ত্র ধরে ফেলেন। তিনি সোহরাওয়ার্দীর বাড়ি থেকে বিভিন্ন কাগজ এ দেখে বুঝতে পারেন যে মুসলিম লীগ হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, শিয়ালদহ স্টেশন ইত্যাদি বোম মেরে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। তিনি এই খবরটি গোপাল পাঁঠা কে অতিসত্বর প্রদান করেন। সঙ্গে সঙ্গে বাঙালি হিন্দু প্রতিরোধ বাহিনী এই সমস্ত জায়গা থেকে মুসলিমদের সরিয়ে দিয়ে এলাকার দখল নিতে থাকে। এই কাজের জন্য হরেন ঘোষ কে হত্যা করে সোহরাওয়ার্দী। তার ছয় টুকরো দেহ পরে উদ্ধার হয়।
গোপাল পাঁঠার পাশাপাশি তার গুরু বিজয় সিং নাহার গড়ে তোলেন সশস্ত্র প্রতিরোধ বাহিনী। তাকে সাহায্য করেন কংগ্রেস নেতা ইন্দুভূষণ বিদ, দেবেন দে এবং ফরওয়ার্ড ব্লক নেতা রাম চ্যাটার্জী। সঙ্গে প্রতিরোধে এগিয়ে আসে হিন্দু মহাসভা। হিন্দুরা বিভিন্ন ক্লাব এবং আখড়ার মাধ্যমে সংঘটিত হয়ে প্রতিরোধ বাহিনী গড়ে তুলে প্রত্যাঘাত শুরু করে। বাগবাজারের জাতীয় যুব সংঘ, বউবাজারের হিন্দু শক্তি সংঘ, দেশবন্ধু ব্যায়াম সমিতি, পার্কসার্কাস এর তরুণ ব্যায়াম সমিতি, আর্য বীর দল, এন্টালী ব্যায়াম সংঘ ইত্যাদি সমিতি এগিয়ে আসে প্রতিরোধে। শিয়ালদহর যুগল ঘোষ, ভানু বোস, বসু মিত্র, শ্যামবাজারের কালুর মত প্রচুর হিন্দু যুবকরা অত্যন্ত বীরত্বের সাথে শুরু করে প্রতিরোধ ও প্রতিশোধ। মুসলিমরা হিন্দুদের একতরফাভাবে মারছিল যখন তখন চুপ করে বসে থাকা গান্ধীজী এবং নেহেরু এবার মুখ খোলে। গান্ধীজীর সাথে দেখা করে গোপাল পাঁঠা কে অস্ত্র ত্যাগ করতে বলা হয়! কিন্তু গোপাল পাঁঠা গর্জে ওঠেন এবং বলেন,”একটি পেরেকও যদি হিন্দু ভাইদের রক্ষা করে, নারীদের সম্ভ্রম রক্ষা করতে ব্যবহৃত হয় তাহলে আমি সেটাও সমর্পণ করবো না।”
ধীরে ধীরে কলকাতার আকাশে বাতাসে নারায়ে তকবীর, আল্লাহু আকবর ধ্বনির পরিবর্তে বন্দেমাতরম, জয় হিন্দ ধ্বনির তীব্রতা বাড়তে থাকে। নৃশংসতার জবাব দশগুণ নৃশংসতার মাধ্যমে দেওয়া হলে এবার ভয় পেতে শুরু করে মুসলিম দাঙ্গাকারীরা। তাই শেষ পর্যন্ত হতাশ হয়ে সোহরাওয়ার্দী রণে ভঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেন। মুসলিম দাঙ্গাকারীরা কোণঠাসা হয়ে যাচ্ছে দেখে মুসলিমদের বাঁচাতে অবশেষে কলকাতায় আর্মি নামান কলকাতার হোসেন সোহরাওয়ার্দী। অবশেষে ২২ শে আগস্ট কলকাতাতে দাঙ্গার পরিসমাপ্তি ঘটে।