সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: ২বছর আগে এ্যাম্বুলেন্সের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া এ্যাম্বুলেন্স শো-পিচ হিসেবে হাসপাতালের সামনে রেখেছেন কর্তৃপক্ষ। জেলার প্রাণ কেন্দে অবস্থিত শরীয়তপুর সদর সরকারী হাসপাতাল। ১শ’ সর্য্যা বিশিষ্ট হাসপাতালটি সর্ব সাধারনদের চিকিৎসা দেয়ার কথা থাকলেও সাধারন রোগীদের আনা-নেয়ার জন্য হাসপাতালটিতে এ্যাম্বুলেন্স সুবিধা নেই। কর্তৃপক্ষের ২৯ মাস ২১ দিনের ব্যার্থ চেষ্টায় আজোও এ্যাম্বুলেন্স বিহিন জেলা সদর হাসপাতাল। চরম ভোগান্তিতে রোগীরা। রোগীদের অনেকেই দোষারোপ করছে কতৃপক্ষকে।
অফিস সূত্রে জানা যায়, গত ২৫শে মার্চ’১৪ তারিখে শরীয়তপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। এর জের ধরে শরীয়তপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের দেওয়া আগুনে পুড়ে যায় শরীয়তপুর সদর হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি। আর সেই থেকে আজও পর্যন্ত এ্যাম্বুলেন্স শূণ্য রয়েছে শরীয়তপুর সদর হাসপাতালটি। পোড়া এম্বুলেন্সটি এখন হাসপতালের সামনে শো-পিচ হয়ে দাড়িয়ে আছে। হাসপাতালে এ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়ার জন্য এই পর্যন্ত সাত (৭) বার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন করেন। এর মধ্যে তৎকালীন সিভিল সার্জন ডাঃ নিতীশ কান্তি দেবনাথ আন্তরিকতার সাথে ঘটনার দিনই সহ সাত বার অর্থাৎ ২৫শে মার্চ’১৪, ৩১শে মার্চ’১৪, ২০শে এপ্রিল’১৪, ১১ নভেম্বর’১৪, ৫ ফেব্রুয়ারী’১৫, ১০শে মার্চ’১৫। এছাড়াও সর্বশেষ হাসপাতালে এ্যাম্বুলেন্স চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় ২৩শে মার্চ’১৫ তারিখে তৎকালীন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হান্নান’র আমলে। বর্তমান সিভিল সার্জন শরীয়তপুর জেলায় যোগদান করেন ১৩ এপ্রিল’১৫ তারিখে। ১ বছর পার হলেও বর্তমান সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান এক বারের জন্যও তিনি আবেদন করেন নি। এ্যাম্বুলেন্স আগুনে পুড়ে নষ্ট হওয়ার পর কম বেশী সকল সিভিল সার্জন এ্যাম্বুলেন্স বরাদ্দ চেয়ে মন্ত্রণালয় আবেদন করেছে। কিন্তু ১ বছর পার হলেও বর্তমান সিভিল সার্জন ডাঃ মোঃ মসিউর রহমান টগর এ্যাম্বুলেন্স পাওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কোন লিখিত বা মৌখিক আবেদন করেছেন বলে এমন কোন তথ্য দিতে পারেন নি সিভিল সার্জন কার্যালয়।
ডাঃ মোঃ মসিউর রহমান (টগর) সিভিল সার্জন হিসেবে জেলায় যোগদানের পর বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যে বলেছেন জেলা বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। সরকারী হাসপাতালে ডাক্তারদের উপস্থিতিও তিনি নিশ্চিত করবেন বলে জানান। কিন্তু প্রায় ১ বছর শেষ হলেও সেই আশ্বারূপ বক্তব্য শুধুই স্বপ্ন রয়ে গেছে। বাস্তবে তা পূরণ হয়নি। অনেকেই বলছে এত দিনে হাসপাতালের জন্য একটি এ্যাম্বুলেন্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করার সময় হলো না স্যারের? আর কত দিনেই তার আশ্বারূপ বক্তব্যের বাস্তব চিত্র দেখবে জেলা বাসী। হাসপাতালে সরকারী এ্যাম্বুলেন্স না থাকায় ফায়দা গুনচ্ছে নিচ্ছে এক শ্রেণীর এ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা। অনেকেই এই সুযোগে নিজের এ্যাম্বুলেন্স না থাকলেও মাইক্রো গুলোকে এ্যাম্বুলেন্স বানিয়ে রোগীদের জিম্মী করে হাতি নিচ্ছে লভাংশ। এদিকে প্রতারনার শিক্ষার হচ্ছে রোগীরা। কিছু দিন পূর্বে শরীয়তপুর এ্যাম্বুলেন্স সার্ভিস নামে একটি মাইক্রোকে এ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করায় ট্রাফিক সার্জন ৪ হাজার টাকা জরিমানা করেছে। কিন্তু তাতে কি সেই মাইক্রোটি আবারও তার নির্দিষ্ট স্থান অর্থ্যাৎ শরীয়তপুর সদর হাসপাতালে রোগী নেওয়ার জন্য অপেক্ষার তীর গুনচ্ছে। অনেকেই বলছে বেসরকারী এ্যাম্বুলেন্স থেকে সিভিল সার্জন ডাঃ মোঃ মসিউর রহমান (টগর) কমিশন গ্রহন করে। তাই সরকারী এ্যাম্বুলেন্স হাসপাতালে বরাদ্দ পাওয়ার ব্যপারে তা কোন মাথা ব্যাথা নেই।
রোগীদের সাথে আলাপ কালে জানায়, অনেক সময় আমাদের রোগীর অবস্থা অনেক খারাপ থাকে। তাৎক্ষনিক রোগীকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স দরকার হয়। তখন এই হাসপাতালে বেসরকারী এ্যাম্বুলেন্স না থাকলে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ্যাম্বুলেন্স খবর দিয়ে আনতে হয়। এতে অনেক সময় চলে যায়। এদিকে আবার তাৎক্ষনিক বেসরকারী এ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে গেলে অনেক টাকা গুনতে হয় আমাদের। দুরুত্ব এই শরীয়তপুর সদর হাসপাতালে একটি হলেও সরকারী এ্যাম্বুলেন্স আসবে এটাই চিকিৎসা নিতে আসা রোগীদের দাবী।
এ ব্যপারে শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মসিউর রহমান (টগর) জানান, এ্যাম্বুলেন্স পাওয়ার ব্যপারে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। এ্যাম্বুলেন্স সরকারী ভাবে ক্রয় করে আমাদের বরাদ্দ দেওয়া হবে। তার ১ বছর মেয়াদ কালে এ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়ার জন্য কোন আবেদন করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আবেদন করার কিছু নেই। একটি আবেদনই বার বার রিমাইন্ডার করা। তা আমি উর্ধ্বতন কতৃপক্ষের সাথে টেলিফোনে যোগাযোগ করছি।