রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় খেলায় পেরুর বিপক্ষে গোল পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। একাটেরিনবার্গ এরেনয়ায় খেলার প্রথমার্ধের ৩৪ মিনিটে গোলটি করেন এই পিএসজি তারকা। প্রথমার্ধের গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে ফ্রান্স।
এদিন পেরুর বিপক্ষে বল দখলে পিছিয়ে ছিল ফরাসিরা। এদিন ম্যাচের প্রায় ৫৭ শতাংশ সময় বল ছিল পেরুর খেলোয়াড়দের পায়ে। তবে আক্রমণে এগিয়ে ছিল এমবাপ্পেরা। পেরুর গোলবার লক্ষ্য করে করা তাদের ৪টি শটের মধ্যে জালে জড়ায় ১টি শট।
এই শট থেকে আসা গোলকে পুঁজি তরে সমান তালে লড়তে থাকেন গ্রিজম্যানরা। তবে বিরতী এসে পড়লে রেফারির বাঁশি শুনে সাজঘরে ফেরেন ফুটবলাররা। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ায় সুবিধাজনক স্থানে রয়েছে ফ্রান্স। আজ জয় পেলেই ‘সি’ চলে যাবেন গ্রিজম্যান-এমবাপ্পেরা।
এদিকে প্রথম ম্যাচে ডেনমার্কের সঙ্গে হারায় ব্যাকফুটে লাতিন আমেরিকার দেশ পেরু। আজ ফ্রান্সের সাথে হারলেই রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে পেরু।