14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উৎফুল্লতার সাথে নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Link Copied!

শনিবার সকাল থেকে উৎফুল্লতার সাথে নাটোর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন শেষে বেলা ২ টায় ফলাফল ঘোষনা করা হয়।ফলাফল ঘোষনা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী  কমিশনার শামীমা আক্তার জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ।

নাটোর প্রেসক্লাবের নির্বাচনে  ৪০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বি-বার্ষিক কার্যকরী নির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ফরাজী আহম্মদ শফিক বাবন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের নাজমুল হাসান।
এছাড়া অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এনামুর রহমান চিনু(খবরপত্র), জুনিয়র সহ-সভাপতি শহিদুল হক সরকার (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (এস এ টিভি), কোষাধ্যক্ষ কামরুজ্জামান দেলোয়ার (গাজী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার (শেয়ারবিজ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এস এম আরিফুল ইসলাম ( নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মাসুদ রন (উত্তর কন্ঠ), কার্যনির্বাহী সদস্য এবি এম মোস্তফা খোকন( জনদেশ), আব্দুস সাকুর মধু(দূরন্ত সংবাদ), সাহেদুর আলম রোকন(দীপ্ত টিভি) এবং গোলাম গাউস(ঢাকা প্রতিদিন)।
http://www.anandalokfoundation.com/