বিশেষ প্রতিনিধিঃ উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতেএকটি বিস্ময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা তিনি বলেছেন,মৌলবাদি বা ধর্মান্ধরা বাংলাদেশে মেয়েদের শিক্ষা লাভের ক্ষেত্রে কোন বাধা হবে না। কারণ জনগণ তাদের জন্য কোনটি ভাল এবং কোনটি ভাল নয় সে ব্যাপারে সচেতন। তিনি বলেন, মৌলবাদি শক্তি একসময় মেয়েদের শিক্ষার বিরোধিতা করতো। তবে সেই সময় গত হওয়ায় আমরা এখন সে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠেছি।
আমরা বিশ্বাস করি যে, শিক্ষা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আমরা যদি তাদের শিক্ষা দিতে এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সক্ষম করে তুলতে পারি, তাহলে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবলো করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ‘গার্লস লিড দি ওয়ে’ শীর্ষক বক্তৃতায় এ কথা বলেন।
২০০৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিডার্স ফোরামে সারা বছর ধরে সমসাময়িক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। ফেরামের বিগত অধিবেশনগুলোতে অনেক রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন। সারা বিশ্বের সকল অঞ্চল থেকে এবং বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক চিন্তাবিদরা এতে অংশ নিয়ে থাকেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, রাশিয়ার ভøাদিমির পুতিন, চিলির মিশেল বাশেলে, চেক প্রজাতন্ত্রের ভি ক্লাভ ক্লাউস ও দালাই লামা এই ফোরামে অংশ গ্রহনকারীদের মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লী সি. বোলিঙ্গার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং সূচনা বক্তব্য রাখেন। তিনি পরে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। তিনি ব্যাপক চ্যালেঞ্জের মুখে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি দেখতে চাই যে আমাদের মেয়েরা সকল বাধা অতিক্রম করে জাতি গঠনমূলক কাজে নেতৃত্ব দিবে। শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আমার পরিকল্পনায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সারা বিশ্বে শিশুদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে ভাল কাজ হচ্ছে, বাংলাদেশের মতোই অনেক স্থানে ছেলেদের চেয়ে বেশী মেয়েরা স্কুলে যাচ্ছে, কিন্তু এই অগ্রগতি এখনো অসম। তিনি আরো বলেন, বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকাগুলো এখনো পিছিয়ে রয়েছে। এখনো প্রায় ৬০ মিলিয়ন শিশু স্কুলের বাইরে রয়েছে এবং তাদের ৭৫ শতাংশ মেয়ে। আমরা তাদের পিছনে ফেলে রাখতে পারিনা। তাই, আমাদের উন্নয়ন এজেন্ডায় এসব শিশুদের রাখতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের নারীরা প্রমাণ করেছেন যে, সুযোগ দেয়া হলে তারা সকল প্রতিকুলতা অতিক্রম করতে এবং চাইলে উৎকর্ষ অর্জন করতে পারে। সরকারে আমাদের কাজ হচ্ছে সমতা ও মর্যাদার সঙ্গে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে তাদের জন্য সঠিক সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, শিক্ষার সম্প্রসারণ বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে কোন চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ। যে কোন চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার যথেষ্ট শক্তি আমাদের রয়েছে। এ ব্যাপারে আমরা কারো ওপর নির্ভরশীল নই। প্রশ্নোত্তর পর্বের পর কিছু উৎসাহী শিক্ষার্থী সকল প্রটোকল ভেঙ্গে ফটো তুলতে এবং গ্র“প ফটো ও সেলফি তুলতে প্রধানমন্ত্রীর কাছে মঞ্চে ওঠে আসে।
একজন মহিলা প্রধানমন্ত্রীর উপস্থিতি সারা বিশ্বের শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে। তাদের উদ্দীপনায় ক্যাম্পাসে সেদিনের সন্ধ্যা কেবল ছাত্রীদের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে পরিণত হয়েছিল। বাংলায় বক্তৃতা দেয়ার জন্য বাঙ্গালী এবং বিদেশী শিক।ষার্থীরাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবন গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষা ও আর্থিক স্বাধীনতা দিয়ে প্রত্যেক নাগরিককে বিশেষ করে মেয়েদের একটি নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাল্য বিবাহ রোধ করার লক্ষ্যে তাঁর সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কোন মেয়ে শিক্ষিত হলে এবং তাঁর কর্মসংস্থান থাকলে সে তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তিনি বলেন, তাঁর সরকার এই বিষয়টি নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার বিভিন্ন খাতে নারীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে এবং সকল জাতীয় কর্মকান্ডে নারীদের অংশগ্রহন নিশ্চিত করেছে।
ফ্রান্সের শিক্ষার্থী মিজ রেবেকা অর্থনীতিতে পড়াশুনা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে তিনি খুবই অনুপ্রাণিত। তিনি আরো খুশী হয়েছেন যে, বিশ্ব নেতৃবৃন্দ মেয়েদের পক্ষে কথা বলছেন। আমি বাংলাদেশ সম্পর্কে খুব কম জেনেছি। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মেয়েদের শিক্ষালাভ করার গতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচেছন। বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান শিক্ষার্থী স্মিতা সেন বলেন, তার যে কি রকম ভাল লাগছে সে অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। বায়োমেডিকেলের শিক্ষার্থী আরেক জন স্মিতা বলেন, এটি স্বপ্নের মতো। এটি উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ক্রমবিকাশমান বিনিয়োগ সম্ভাবনার উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অধিক মুনাফা লাভ এবং পরিকল্পিত ও দায়িত্বশীল শিল্পায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিনিয়োগ ব্যবস্থা সহজ করার প্রস্তাব দেন।
তিনি বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, বাংলাদেশে ব্যবসা করা আপনাদের জন্য একটি অধিকতর পছন্দের বিষয় হবে।’প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর বিকেলে হোটেল ওয়ালডর্ফ এস্টোরিয়ায় আয়োজিত ইউএস বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যানডিং (বিসিআইইউ) এর সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন।
বিসিআইইউ’র প্রেসিডেন্ট ও সিইও পিটার জে. টিচানস্কি, স্কাইপাওয়ার গ্লোবালের প্রেসিডেন্ট ও সিইও কেরী এডলার, আমেরিকান পাওয়ার কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় আগরওয়াল, জেফাইর ম্যানেজমেন্টের সিইও টমাস ব্যারী, মাস্টারকার্ড ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ব্রান্ডট, এবং এক্সিলারেট এনার্জির চিফ ডেভেলপমেন্ট অফিসার ড্যানিয়েল বাসটোস সহ যুক্তরাষ্ট্রের ২৭ টি বৃহৎ কোম্পানীর প্রধান ও সিইওগণ গোলটেবিল আলোচনায় যোগ দেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অর্থনীতির শক্তি হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক নীতি ও বিচক্ষণ নেতৃত্ব। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান চতুর্থ অর্থনীতি। বাংলাদেশ বিগত ছয় বছর ধরে ৬.২ শতাংশ প্রবৃদ্ধি হার ধরে রেখেছে এবং এখন ৭ শতাংশ প্রবৃদ্ধি হার অর্জনকারী ক্লাবে যোগ দিতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ছয় বছরে বাংলাদেশের অর্থনীতির আকার প্রায় দ্বিগুণ হয়েছে। মাথাপিছু জিডিপি ১,৩১৪ ডলারে দাঁড়িয়েছে। গত অর্থ বছরে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭০ বিলিয়ন ডলারের ওপরে। বৈশ্বিক রপ্তানী ৩১.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপি’র প্রায় ১০ শতাংশ মাত্র। দেশের বার্ষিক সরকারী ব্যয়ের ৯০ শতাংশের বেশী এখন অভ্যন্তরীন সম্পদ থেকে মেটানো যাচ্ছে। এসএমই খাতের প্রবৃদ্ধির পাশাপাশি গ্রামীন অর্থনীতি এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক পরিবর্তন ঘটানোর লক্ষ্যে দ্রুত গতি লাভ করেছে। কৃষি খাতে দেশ এখন যন্ত্রপাতি ব্যবহার, প্রক্রিয়াকরণ, বহমুখী ও মূল্য সংযোজন প্রবন হয়ে ওঠেছে। কর্মস্থলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সকল শ্রমিকের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে চাই। এ প্রসঙ্গে তিনি তৈরী পোষাক শ্রমিকদের অধিকার সমুন্নত রাখা, তাদের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা এবং যথাসময়ে বেতন-ভাতা পরিশোধ করার লক্ষ্যে সরকার ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের তৈরী পোষাক খাত ২০২০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের বৈশ্বিক রপ্তানী লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে ওষুধ শিল্প খাতের সম্ভাবনার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্থানীয় উৎপাদন এখন বাংলাদেশের অভ্যন্তরীন ওষুধের ৯৭ শতাংশ চাহিদা পূরণ করছে। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের ৮৩ টি দেশে রপ্তানী হচ্ছে। সাফল্যজনকভাবে এ খাতে এখন বায়ো-টেক পণ্য এবং ওষুধ তৈরীর উপাদানও উৎপাদন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ দ্রুততার সঙ্গে এখন উচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ তৈরীর একটি বৈশ্বিক কেন্দ্র হয়ে ওঠছে। প্রধানমন্ত্রী বলেন, জাহাজ নির্মান এখন বাংলাদেশে একটি সর্বশেষ সংযোজন। হালকা থেকে মাঝারি আকারের জাহাজ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জাহাজ নির্মাতারা বিশ্বের মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ টেলিকম খাত, আইসিটি ও সংশ্লিষ্ট সেবা খাতের জন্য একটি প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনী নীতি এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো গ্রহণ করেছে। বেশ কিছু ক্ষেত্রে ও উপায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উভয় দেশ স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, সমতা, বহুমত ও সেক্যুলারিজমের বিষয়ে অভিন্ন মূল্যবোধ পোষণ করে। তিনি বলেন, আমরা উন্নয়ন ও সেবার ক্ষেত্রে ভিন্ন পর্যায়ে থাকলেও, আমরা বৈচিত্র্য, সহিষ্ণুতা ও নারীর ক্ষমতায়ন সমর্থন করি। আমরা অধিকার ভিত্তিক সমাজে বিশ্বাস করি। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান হচ্ছে আমাদের গর্বের বিষয়। আমরা সন্ত্রাস দূরীকরণ এবং সমাজে সহিংস চরম পন্থা মোকাবেলায় অভিন্ন অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক দাবি করে যে, অভিন্ন স্বার্থ’ এবং ‘পারস্পরিক কল্যাণে উভয় দেশ আরো বেশী সহযোগিতা করে যাবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ১৮টি বিশেষ অর্থনৈতিক জোন (এসইজেড) চালু রয়েছে। জাপান ও ভারত দুটি করে জোন চালু করতে যাচ্ছে। এছাড়া চীন একটি জোন চালু করবে।