13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ, নিহত ৩

Link Copied!

ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে সমীক্ষা করার সময় সংঘাতে তিন জন নিহত হয়েছে। উত্তরপ্রদেশের সাম্ভাল নামক এলাকায় শাহি জামে মসজিদে রোববার সমীক্ষা করতে যায় একটি সরকারি প্রতিনিধি দল। ওই সময় স্থানীয়রা বিরোধিতা করলে সংঘাত শুরু হয়। এতে পুলিশও জড়িয়ে পড়লে নিহত হয় তিন জন।

সাম্ভালে অবস্থিত শাহি জামে মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল। সেটি ভেঙে মসজিদ বানিয়েছিল মোগলরা। এ নিয়ে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সমীক্ষার আদেশ দেন আদালত। সেই আদেশ নিয়েই রোববার সমীক্ষা করতে যায় একটি সরকারি প্রতিনিধি দল। আদালতের নির্দেশে এই সমীক্ষা শুরু হলেও স্থানীয়দের একাংশ এই পদক্ষেপের প্রতিবাদ জানায়। ওই সময় পুলিশ এসে তাদের থামাতে চাইলে সংঘর্ষ বাধে। কয়েকশ মানুষ পুলিশের ওপর হামলা করে বলে দাবি করেছে প্রশাসন।

স্থানীয় পুলিশ বলছে, মুসল্লিরা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে।

স্থানীয় মিডিয়া বলছে, জরিপ চালাতে সকালের দিকে পুলিশের বড় দলসহ জরিপকারীরা মসজিদের কাছে জড়ো হয়। জরিপকারী দল মসজিদে কাজ শুরু করে দিলে স্থানীয় মুসলিমরা স্লোগান দিতে শুরু করে। এ সময় কিছু দুষ্কৃতিকারী পাথর ছোঁড়ে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল অনেকে। পরে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা দায়ের করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির সমালোচনা করে বলেছেন, ক্ষমতাসীন দল, সরকার এবং প্রশাসন ‘নির্বাচনী অনিয়ম থেকে নজর ঘোরাতে’ সহিংসতা চালিয়েছে।

জেলা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত বিকেলে অনুষ্ঠিত মসজিদে নামাজে হস্তক্ষেপ এড়াতে সকালে জরিপ কাজের পরিকল্পনা করা হয়েছিল। পাথর ছোঁড়ার ঘটনার পরপরই জরিপ দলটি দিনের জন্য তাদের কাজ শেষ করে। কিছু দুষ্কৃতীকারী পাথর ছোঁড়ার ছোড়ে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মসজিদের আশপাশে অতিরিক্ত পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে।

সমালোচকরা বলেছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে ভারতের উপাসনা আইন ১৯৯১ ভঙ্গ করা হয়েছে। এ আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। প্রায় ৫০ জন আহত ও তিনজকে হত্যার পরও মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছেন। আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে।

http://www.anandalokfoundation.com/