মেহের আমজাদ, মেহেরপুর ঃ ১৭-০৯-১৬ঃ প্রতিবছরই ঈদোত্তর বিনোদনে হাজারো মানুষের ঢল নামে দর্শনীয় স্থানগুলোতে। এবারো হাজার হাজার মানুষের ঢল নেমেছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে।
ঈদোত্তর বিনোদনের জন্য বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ ভিড় জমায় এখানে।ঈদ হচ্ছে আনন্দের আর খুশির। সেই খুশি আর আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদোত্তর বিনোদনের জন্য হাজারো মানুষের ঢল নেমেছে স্বাধীনতার সুতিকাগার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে। বাস, ট্রাক, মোটরসাইকেল, নছিমন, করিমন, আলগামন যোগে ছুটে আসছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। স্থানীয় দর্শনার্থী ছাড়াও রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় এখানে। ঈদোত্তর বিনোদনে মানুষের ভীড়ে মুখরিত হয়ে ওঠে মুজিবনগর কমপ্লেক্স, মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র, স্মৃতি সৌধ, আম্রকানন সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে দর্শনার্থীরা। ঈদোত্তর বিনোদনে মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে তারা।
মুজিবনগরে বেড়াতে আসা দর্শনার্থী রিয়াজুল হক ও তার পরিবার জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্যদের নিয়ে এক সাথে বেড়াতে এসে মুজিবনগরের প্রেক্ষাপট সমন্ধেও জানতে পারছে সবাই। মুক্তিযুদ্ধের স্মৃতি মানচিত্র, স্মৃতিসৌধ ঘুরে দেখে অনেক আনন্দ করছি, অনেক অব্যবস্থ্যাপনা আছে সেগুলো দ্রুত সমাধান করা দরকার।
মুজিবনগরে বেড়াতে আসা দর্শনার্থী ফারজানা ইয়াসমিন ও তার সাথে আসা সদস্যরা জানান, পর্যটকদের জন্য মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য আরো বৃদ্ধি করা হলে দেশের বিভিন্ন জেলা থেকে আরো বেশি দর্শনার্থী এখানে বেড়াতে আসবে।
ঈদোত্তর বিনোদনে মুজিবনগরে হাজারো মানুষের ঢলমেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, দর্শনার্থীরা যেন কোন ভাবে হয়রানির শিকার না হয় সেজন্য সব ধরনের নিরাপত্তার নেওয়া হয়েছে।