14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ শিমলা-রোকনপুর ইউনিয়ন আ’লীগের সম্মেলনে নাছির সভাপতি ও রসুল সাধারণ সম্পাদক

Brinda Chowdhury
January 5, 2020 10:07 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥  জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে বড় সিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ও উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। শেষে সর্বসম্মতিক্রমে নাছির চৌধুরীকে সভাপতি ও গোলাম রসুলকে সাধারণ সম্পাদক করে ওই ইউনিয়নের নতুন কমিটি ঘোষনা করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেনের সভাপতিতে সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইচ-চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক ওহিদুজ্জামান ওদু, শিমলা-রোকনপুরের ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী, ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

সন্মেলনে প্রধান অতিথি আনার বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ভীষন ২০২১ বাস্তবায়নে নেতাকর্মীদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তিনি ২০২০ সালের মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

এছাড়াও সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী। শেষে রাতে এক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

http://www.anandalokfoundation.com/