রুশ বাহিনী ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটারে হামলা চালিয়েছে। প্রত্যকদশীদের মতে, ঐ থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন। এ সব তথ্য জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বোমা বিস্ফোরণের আগে আনুমানিক এক হাজার থেকে এক হাজার ২০০ লোক থিয়েটারে আশ্রয় নিয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারিওপোলে অন্তত দুই হাজার ৪০০ জন নিহত হয়েছেন।
চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ : ভলোদিমির জেলেনস্কি–
মারিওপোল শহরে তিন লাখ বাসিন্দা ভেতরে আটকা পড়েন। যেখানে খাবার, পানি, বিদ্যুৎ এবং গ্যাস বিচ্ছিন্ন করা হয়েছে।
থিয়েটারে হামলায় এ পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।