13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগের কথা সত্য হয়েছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে

admin
December 30, 2015 12:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পৌরসভা নির্বাচনী পরিবেশ নিয়ে আওয়ামী লীগ গত কয়েক দিন ধরে যে কথাগুলো বলেছে, আজ বুধবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তা সত্য হয়েছে।

বুধবার সকাল ১০টার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে চলমান নির্বাচন নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।

খালিদ মাহমুদ বলেন, ‘আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচন নিয়ে আমাদের সাধারণ সম্পাদকও বলেছেন, এতে ক্ষমতা পরিবর্তন হবে না। আমরা দেশে একটি স্থিতিশীলতা চাই, সুষ্ঠু পরিবেশ চাই।’

তিনি আরো বলেন, বিএনপি তো নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই অভিযোগ করে যাচ্ছে। পাশাপাশি নির্বাচনকে বিতর্কিত করার জন্য যতগুলো কথা বলা দরকার এবং পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই করেছে।

বিএনপির প্রতি অভিযোগ করে তিনি বলেন, ‘এমনকি আমরা যেসব জায়গায় নারী প্রার্থী দিয়েছি, সেসব জায়গায় তারা নারী বিদ্বেষী কথা-বার্তা বলেছে। যেখানে অন্য সম্প্রদায়ের প্রার্থী রয়েছে, সেখানেও সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে। তারা সব ধরনের চেষ্টা চালিয়েছে। এটার উদ্দেশ্যটা একটাই- বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করা এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।’

খালিদ মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন, গত কয়েক দিন ধরে আমরা যে কথাগুলো বলে এসেছি, আজ সূর্য ওঠার মধ্য দিয়ে তা সত্য হয়েছে। বিএনপি এর আগে যে প্রতিনিয়ত মিথ্যাচার করেছে, সেটা প্রমাণিত হয়েছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়। নির্বাচন কেন সুষ্ঠু হচ্ছে, নির্বাচনী পরিবেশ কেন বজায় আছে, সেটাই হচ্ছে বিএনপির মনের কষ্ট? কাজেই যতই বিএনপি ষড়যন্ত্র করুক না কেন, আমাদের বিশ্বাস, দেশের মানুষ ইতিহাস, উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে থাকবে। নৌকার সঙ্গে থাকবে। আওয়ামী লীগের সঙ্গেই থাকবে।’

http://www.anandalokfoundation.com/