স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শার পাইলাট স্কুলের প্রধান শিক্ষকের শহিদুল ইসলামের বিরুদ্ধে আবারও স্কুলের খোয়া চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি খোয়া ভ্যান বোঝাই করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে স্থানীয়দের হাতে।
অনিয়ম দুর্নীতি চুরি যেন এই শিক্ষক এর পিছু ছাড়ছে না। এর আগে তিনি শার্শা উপজেলা নির্বাহী অফিসার এর রুম থেকে ঝাড়ুদারের মোবাইল চুরি, ঠিকাদরের বাঁশ চুরি করে রিতীমত অভিভাবক ও সচেতন মহলে হৈ চৈ ফেলে দেয়। ২০১৫ সালে এস এসসি পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারনে ভ্রাম্যমান আদলত তাকে ১৫ দিন জেল হাজতে পাঠায়। উপজেলা শিক্ষক সমিতির প্রশ্নপত্র ক্রয় বাবদ ৪২ হাজার টাকা সমিতিকে না দিয়ে আত্নসাৎ করে।
বৃহস্পতিবার স্কুলের মেরামতের খোয়া তিনি কয়েকটি বস্তাভরে নিজ বাড়ি নেওয়ার পথে অভিভাবকদের কাছে ধরা পড়ে। এরপর খোয়া সহ তাকে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নিয়ে আসলে খোয়া বোঝাই ভ্যানটি জব্দ করে। এ বিষয় নির্বাহী অফিসার উপস্থিত অন্যান্য শিক্ষক ও সাংবাদিকদের একটি লিখিত অভিযোগ দিতে বলেন।
এ বিষয়টি শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন একটি চক্র দীর্ঘ দিন যাবৎ তাকে ষড়যন্ত্রে ফেলে হেয় করার চেষ্টা করছে। চক্রটি কে বা কারা জানতে চাইলে তিনি কোন উত্তর দেন না। তিনি বলেন আামি খোয়া একজন জনপ্রতিনিধির নিকট থেকে কিনেছি তার ভাউচার আছে। ভাউচার দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নাই।