ঝিনাইদহ প্রতিনিধি: আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা যুব উন্নয়নের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা তথ্য অফিসার এ এস এম কবীর, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর এর ডেপুটি কো-অর্ডিনেটর জাকাত আলী। সেসময় জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তার বক্তব্য রাখেন।
বক্তারা সেসময় বলেন, দেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দুর করতে যুবদের এগিয়ে আসতে হবে। তবেই দেশ থেকে এর মুলোৎপাটন কর সম্ভব হবে।