ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আদর্শ ঢাকা আন্দোলনের সংবাদ সম্মেলন পন্ড

admin
August 18, 2015 7:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বিগত সিটি করপোরেশন নির্বাচনে ‘অনিয়ম ও কারচুপির’ চিত্র তুলে ধরতে আদর্শ ঢাকা আন্দোলনের ডাকা সংবাদ সম্মেলন পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। সংবাদ সম্মেলনটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে হওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে যোগ দিতে সংগঠনটির সদস্য সচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ কনভেনশন সেন্টারে যাওয়ার সময় গেটের বাইরে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। আদর্শ ঢাকা আন্দোলনের সংবাদ সম্মেলন করতে না দেওয়া ও শওকত মাহমুদের গ্রেফতার হওয়া ‘দুর্ভাগ্যজনক ও অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আমরা এখানে যারা এসেছি তারা বিএনপির লোক না। বিএনপিতে এক টাকা চাঁদা দেওয়ারও লোক না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে আসিনি। ২৮ এপ্রিল সিটি নির্বাচনে যে সব অনিয়ম, কারচুপি হয়েছে তার তথ্য তুলে ধরতে এখানে এসেছি।

অধ্যাপক এমাজউদ্দীন বলেন, ‘আজ হোক, কাল হোক এ দেশে আবারও নির্বাচন হবে। গত নির্বাচনে ভুলগুলো জানতে পারলে আগামী নির্বাচনে সরকার আর সে ভুল করবে না, এ জন্য আমাদের এ আয়োজন। তিনি বলেন, ‘আমরা কলাবাগান থানাকে আমাদের এ সংবাদ সম্মেলনের কথা আগেই অবহিত করেছি। তারা আমাদের নিষেধ করেনি। হঠাৎ করে আমাদের হলরুম বন্ধ করে দিয়েছে। এটা কোনো ভদ্রচিত কাজ নয়। আমাদের অনুষ্ঠান না করতে দিয়ে মস্ত বড় কাজ হয়ে গেল-এমন ভাবার কোনো কারণ নেই।

আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, ‘অবিলম্বে আমাদের সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদকে ছেড়ে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিগত সিটি নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলন সমর্থিত ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নেরে একাংশের (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান প্রমুখ।

http://www.anandalokfoundation.com/