আজ ৬ জুলাই বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়। চন্দ্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি আজ ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে। এমন পরিস্থিতিতে আজ চন্দ্র ও শনির যুতি সম্পর্ক গড়ে উঠবে। পাশাপাশি চন্দ্র ও শনির ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের জীবন আজ সুখ-সমৃদ্ধিতে ভরে থাকবে। তবে ব্যবসা ও চাকরিতে কঠিন পরিশ্রম করতে হবে। এর পরই সাফল্য লাভ করতে পারবেন মেষ রাশির জাতকরা। স্বাস্থ্যে ওঠা-পড়া দেখা দেবে। পারিবারিক কাজ পুরো করার জন্য কিছু সময় ব্য়য় করতে হবে। পরিবারের সদস্যদের ইচ্ছাপূরণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। আলস্য ত্যাগ করতে হবে।
ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবের অভিষেক করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের আজকের দিনটি তুলনামূলক ভাবে ভালো কাটবে। চাকরিতে তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। তা না-হলে আপনার কাজ প্রভাবিত হতে পারে। সন্ধ্যাবেলা আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। সন্ধ্যাবেলায় জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় সময় ব্যয় করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশি জাতকরা কাজ ও ব্যবসায় অধিক প্রত্যাশা পোষণ করবেন। তবে এ ক্ষেত্রে হতাশাই আপনার হাতে আসবে। আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। তাই ব্য়য় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে নিজের ব্যবহারে সংযমী হতে হবে। ধৈর্য ধরুন। তা না-হলে সম্পর্কে ফাটল ধরতে পারে।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুর আরাধনা করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির চাকরিজীবী জাতকরা আধিকারিকদের ব্যবহার দেখে চিন্তিত হতে পারেন। এর ফলে মানসিক অবসাদের শিকার হবেন আপনারা। অংশীদারীত্বের ব্যবসায় লোকসান হতে পারে এই রাশির জাতকদের। তবে হতাশ হয়ে কোনও ভুল সিদ্ধান্ত নেবেন না। প্রলোভনে পা দিয়ে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের পরিস্থিতি অনুকূলে থাকবে। কিন্তু কোনও কাজে গাফিলতি করলে লোকসান হতে পারে। ব্যবসায় অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে কোনও কাজে বেশি বিলম্ব করবেন না, তা না-হলে লাভের পরিমাণ কমে আসতে পারে। ব্যবসায়িক কাজের কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে এই রাশির জাতকদের। সন্ধ্যাবেলা পরিবারে কোনও অতিথি আগমন হতে পারে, যার ফলে অর্থ ব্যয় হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা সম্পত্তিতে লগ্নির পরিকল্পনা করে থাকলে দিন শুভ। ভবিষ্যতে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। সৃজনশীল চিন্তাভাবনা পূরণ করার জন্য সারাদিন কঠিন পরিশ্রম করতে হবে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে সময় কাটাবেন। ব্যবসায় নতুন প্রকল্পের সূচনা করার জন্য আজকের দিনটি ভালো। ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণের পুজো করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের মনোস্কামনা পূরণের বাধা হয়ে দাঁড়াবেন পরিবারের সদস্যরা। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি সন্তোষজনক। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বাড়ির সুখসাধনে অর্থ ব্যয় করতে হবে। পরিবারের কোনও সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে অসফল হলে অশান্তি সৃষ্টি হতে পারে। মা-বাবার সঙ্গে মন্দির যেতে পারেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। পার্বতী ও উমার পুজো করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা বিনোদনের প্রতি আকৃষ্ট হবেন। এর ফলে কিছু গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে যেতে চাইবেন। তবে এমন কিছু করলে আপনারই লোকসান হতে পারে। ভবিষ্যৎ প্রকল্পে লগ্নির বিষয়ে মনঃস্থির করবেন, এর জন্য আজকের দিনটি শুভ। বাবার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ দুর্বল হবেন। পরিবারের বয়স্ক সদস্যের কথা শুনুন, তা না-হলে কটূ শব্দ শুনতে হবে।
ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ব্রাহ্মণদের দান দিন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): আজ পরিবারের বরিষ্ঠ সদস্যরা ধনু রাশির জাতক ব্যবসায়ীদের সমস্য শুনবেন। সহযোগিতার জন্য অগ্রসর হবেন ধনু রাশির জাতক। সমস্যা থেকে মুক্তি পাবেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এর ফলে অর্থ ব্যয় হবে। সন্তানের তরফে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন, এর ফলে মন বিচলিত হবে। ব্যবসায়িক যাত্রায় যাওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে যান।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। চন্দনের তিলক লাগান।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের ব্যবসায়িক সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। পেটের গোলযোগ হতে পারে। তাই তেলমশলাযুক্ত খাবার খাবেন না। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ সম্ভব। পরিবারে কেউ আপনার কথা অপছন্দ করলে, তাঁরা মুখ বুজে আপনার কথা শুনে যাবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ভাগ্য আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শনিকে দর্শন ও তেল নিবেদন করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা পাড়াপ্রতিবেশীদের ছোটখাটো কথা উপেক্ষা করে যেতে হবে। তা না-হলে অযথা বিবাদ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা উন্নতির বিশেষ সুযোগ পাবেন। আইন-আদালত ও সরকারি কাজে বাধা উৎপন্ন হতে পারে। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। অংশীদারীত্বের ব্যবসা করে থাকলে ভালো মুনাফা হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। রোজরাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির ব্যবসায়ীদের কোনও কাজ নিশ্চিত সময়ের মধ্যে সম্পন্ন হবে না। কিন্তু কোনও না-কোনও ভাবে ধন লাভ হবে। পারিবারিক সুখ-সুবিধা বৃদ্ধির চিন্তাভাবনা করতে পারেন। পরিবারের কোনও বরিষ্ঠ সদস্যের প্রয়োজন হবে। স্বভাব চঞ্চল থাকবে। তবে অন্যের ওপর এর অনুকূল প্রভাব পড়বে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। সন্ধ্যাবেলা শারীরিক দুর্বলতা অনুভব করবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায় : আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণপতিকে নিবেদন করুন।