স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সাম্যবাদী দলের অষ্টম জাতীয় কংগ্রেস আজ গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বেলা ২টায় উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে। সম্মেলন উদ্বোধন করবেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. অজয় রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াং শি চাও। দেশের ৪৫টি জেলা থেকে পার্টির সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতিনিধি সম্মেলন ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।