ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজিজ ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ ও সাহসী সৈনিক

admin
February 2, 2016 10:05 pm
Link Copied!

প্রানতোষ তালুকদারঃ আজিজ ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ ও সাহসী সৈনিক। এম.এ আজিজ এর মতো একজন সৎ, ন্যায়-নিষ্ঠাবান ও সহজ-সরল প্রবীণ রাজনীতিবিদ হারালাম।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সদ্য প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ এবং আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুর স্মরণ সভায় স্মৃতি চারণে এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম.এ. আজিজ ভাই ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলামের মৃত্যুতে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সভাপতিত্ব করলেন জনাব কামাল আহমেদ মজুমদার (এম.পি) ও সভা পরিচালনা করলেন আঃ রব সবুজ এবং সূফী সুলতান আহমেদ কোরআন তেলওয়াত করার মধ্যে দিয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম.এ. আজিজ ভাইয়ের মৃত্যুতে ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলামের স্মরণসভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সদস্য- নেতাগণ ও আওয়ামী লীগের মন্ত্রী ও এম.পি মহোদয়গণ বক্তব্য রাখেন।

উক্ত স্মরণ সভায় আওয়ামী লীগের বক্তরা বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম.এ. আজিজ ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ ও সাহসী সৈনিক। ঢাকা মহানগর আওয়ামী লীগের অভিভাবক এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা এম.এ আজিজ ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

নেতারা বলেন,  এম.এ আজিজ এর মতো একজন সৎ, ন্যায়-নিষ্ঠাবান ও সহজ-সরল প্রবীণ রাজনীতিবিদ হারালাম। উনার জায়গাটুকু পুরান করার মতো কেউ আছে কিনা জানা নেই। তিনি দুর্দিনে আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরে ছিলেন। ১৯৭৫ সনে বঙ্গবন্ধু হত্যার পর তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না। ১৯৮১ সনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন এবং ঢাকা মহানগরের আওয়ামী লীগের সভাপতি আজিজ ভাই এর পরামর্শে আওয়ামী লীগের হাল ধরেন। আজিজ ভাই এর কোন চাওয়া-পাওয়া ছিল না। উনি ছিলেন সাদাসিধে লোক। নেতা-কর্মীদের মূল্যায়ন করতেন এবং খোঁজখবর নিতেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ ও সাহসী সৈনিক। তিনি ছয় দফা আন্দোলন থেকে শুরু করে সারাজীবন দুর্দিনে নিজে পোস্টার লিখে পোস্টার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে পুলিশের হাতে বার বার নির্যাতিত ও গ্রেফতার হয়েছিলেন। তবুও আওয়ামী লীগের জন্য স্বার্থবিহীন কাজ করে গেছেন।

পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দেন, তিনি বলেন, ঢাকা মহানগরের আওয়ামী লীগের সভাপতি এম.এ আজিজ ভাইকে তিনি আজিজ ভাই বলে ডাকতেন, আজিজ ভাই এর মৃত্যুতে আওয়ামী লীগের যা ক্ষতি হয়েছে তা পূরণ করার নাই। নূরুল ইসলাম বার বার গ্রেফতার হয়েছে, দিনের পর দিন পোষ্টার লাগাতেন এবং পুলিশের হাতে মার খেয়েছেন। সেই সময় পুরান ঢাকার ১৫০ নং মোগলটুলীতে আওয়ামী লীগের প্রথম অফিস ছিল।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে দেশে এসেছি এবং আজিজ ভাইয়ের নিকট থেকে পরামর্শ নেই এবং ঢাকা মহানগরের নেতা-কর্মীদের সহযোগিতা পেয়েছি। ২০০৭-এ তত্ত্ববধায়ক সরকারের সময় ১/১১ এ তখন আওয়ামী লীগ ভেঙ্গে দেওয়ার কথা বলেছিল। তখন আমি জেলে থেকে আজিজ ভাইকে একটি চিরকুট দিয়েছিলাম, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। ১৫ দিনের মধ্যে ২৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। ১/১১-এ আওয়ামী লীগকে ভেঙ্গে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এম.এ. আজিজ ভাই আওয়ামী লীগের যত পোস্টার, লিফলেট যত ডকুমেন্ট ছিল আমি ১৯৮১ সালে দেশে আসার পর সবকিছু দিয়ে সহযোগিতা করেছিলেন।

তিনি আরও বলেন, নিমতলীতে আগুন লাগার সময় তিন কন্যার জন্য যাবতীয় আয়োজন আজিজ ভাই করেছিলেন। তিনি নিরবে শুনে নিরবে কাজ করতেন। উনার কোন চাহিদা ছিল না। তিনি ছিলেন নিবেদিত প্রাণ।

স্মরণ সভায় যারা যারা বক্তব্য দিয়েছেন জনাব বাচ্চু মিয়া (ঢাকা মহানগর কার্য্যকরী সদস্য), জনাব আব্দুল হক, জনাব ডাঃ দিলীপ রায় (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), জনাব শাহে আলম মুরাদ (সাংগঠনিক সম্পাদক), জনাব আওলাদ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), হাজী সেলিম (এম.পি), জনাব মুকুল চৌধুরী (সহ-সভাপতি), জনাব শেখ বজলুল রহমান (সহ-সভাপতি), জনাব ফয়জুদ্দিন মিয়া (সহ-সভাপতি), জনাব ওমর বিন আজিজ (এম.এ.আজিজ এর পুত্র-কাউন্সিলর), মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, ব্যারিষ্টার ফজলে নূর তাপস (এম.পি), মাননীয় খাদ্য মন্ত্রী এ্যাডঃ কামরুল ইসলাম (এম.পি), জনাব এ.কে.এম. রহমত উল্লাহ (এম.পি), জনাব জাহাঙ্গীর কবীর নানক (এম.পি), জনাব মাহবুল আলম হানিফ (এম.পি), মাননীয় দুর্যোগ্য ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল চৌধুরী মায়া (বীরবিক্রম), মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মাননীয় শিল্পমন্ত্রী আলহাজ¦ আমীর হোসেন আমু, জনাব কামাল আহমেদ মজুমদার (এম.পি)।

http://www.anandalokfoundation.com/