ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজকের রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের সামগ্রিক ছবি

ডেস্ক
March 17, 2023 8:20 am
Link Copied!

আজকের রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। শুক্রবার ১৭ মার্চ ২০২৩ চন্দ্র দিন রাত মকর রাশিতে সঞ্চার করবে। স্বরাশি কর্কটে চাঁদ সরাসরি দৃষ্টি দেবেন। আবার আজ পুরো দিন উত্তরাষাঢ় নক্ষত্রের প্রভাব থাকবে।  আজকের রাশিফল ই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের সামগ্রিক ছবি।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের আজকের দিনে অত্যন্ত দৌড়ঝাপ করতে হবে। তবে পরিশ্রম করলে সাফল্য লাভ করতে পারবেন। কোনও বিশেষ কাজে অধিকাংশ সময় কাটবে। কোনও বিষয়ে আপনার সাংসারিক দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে। এর ফলে অন্যান্যরা সমস্যায় পড়তে পারেন। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আজ আপনাদের আর্থিক পরিস্থিতি দুর্বল থাকতে পারে। সন্তান সংক্রান্ত বিবাদ অথবা অবসাদ সমাপ্ত হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। কবচ, কীলক, অর্গলাস্তোত্র পাঠ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনাদের আটকে থাকা কাজ পূর্ণ হবে। এর ফলে অত্যন্ত আনন্দিত থাকবেন এই রাশির জাতক। কর্মক্ষেত্রে সহযোগীরা আপনাকে চিন্তিত করবেন। তাঁদের থেকে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ আলোচনা করবেন। এর ফলে আপনার সম্পর্ক মজবুত হবে। ভাইয়ের পরামর্শে ব্যবসায় লাভ হবে। ছাত্ররা নিজের পড়াশোনায় মনোনিবেশ করুন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নিলে লাভান্বিত হবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকরা আজ নিজের সমস্ত কাজ মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এর ফলে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততায় কাটবে। পাশাপাশি কোনও কারণে চিন্তিত থাকবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি চিন্তিত থাকতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে, তাঁরা আপনার বাড়িতে বেশ কিছু দিন থেকে যাবেন। এর ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব মন্ত্র জপ করুন ও শিবের অভিষেকের ফলে লাভান্বিত হবেন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। আজ আপনাদের ভাগ্য বৃদ্ধি হবে। কোনও ভালো সম্পত্তি পাওয়ার পাশাপাশি ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ করবেন ও এতে সাফল্যও লাভ করবেন। সন্ধ্যা নাগাদ কোনও পুরনো বন্ধু বা পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের আজ ভাগ্যবৃদ্ধি হবে। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়িক স্থানে পরিবর্থন আপনার জন্য শুভ প্রমাণিত হবে। ব্যবসায় কোনও ঘনিষ্ঠ সহকর্মীর প্রতি নিষ্ঠা ও মধুরবাণী প্রয়োগ করে ব্যবহার করলে সকলের মন জয় করতে পারবেন। পছন্দমতো ফলাফল লাভ করবেন আপনারা। পারিবারিক জীবনে সামঞ্জস্য থাকবে। কোনও দূরের আত্মীয়ের কাছ থেকে সংবাদ পাবেন। বাচ্চাদের পড়াশোনার বিষয়ে এই রাশির অভিভাবকরা চিন্তিত থাকবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। তুলসী গাছে দুধ নিবেদন করুন এবং মাটির তিলক করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে। প্রয়োজনে সহকর্মী ও পরিজনদের পূর্ণ সাহায্য লাভ করবেন। পরিবারে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। তবে আজ আপনার বিবাদ ও মতভেদ এড়িয়ে যান। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। আপনার কাজ সময়ের মধ্যে পুরো হওয়ায় স্বস্তি অনুভব করবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। দুর্গা চালিসা পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত সুখকর। আজ আপনাদের আয় বৃদ্ধি হবে। পাশাপাশি কোথাও আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে তুলা জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এই রাশির অসুস্থ জাতকদের স্বাস্থ্যোন্নতি হবে। কোনও ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ ও সাহায্যে ভেস্তে যাওয়া কাজ সংশোধন করতে সফল হবেন। সময়ের সদ্ব্যবহার করুন। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করবেন। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে। মানসিক সন্তুষ্টি অনুভব করবেন এই রাশির জাতকরা। নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার জোরে নষ্ট হয়ে যাওয়া কাজও সফল করতে পারবেন। আধিকারিকদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। কোনও বিশেষজ্ঞের পরামর্শ পাবেন, যার ফলে ভবিষ্যতে ভালো পরিণাম পেতে পারেন। আজ এমন কিছু সুযোগ পাবেন, যার ফলে ব্যস্ততার মাঝেও আনন্দ করতে পারবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকরা গ্রহের শুভ যোগের লাভ অর্জন করতে পারবেন। আপনাদের ধন লাভের যোগ রয়েছে। কোনও আটকে থাকা কাজ শুরু হতে পারে। পারিবারিক জীবনের জন্যও আজকের দিনটি সুখপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটাবেন। ভবিষ্যতের পরিকল্পনায় আলোচনা হতে পারে। এই রাশির কোনও কোনও জাতকের মনে চাকরি পরিবর্তন ও অধিক মুনাফা অর্জনের চিন্তাভাবনা খেলা করবে। ব্যবসায় ভালো আয় হবে। কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুকে হলুদ চন্দন ও লক্ষ্মীকে মিশ্রীর ভোগ নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা আজ খুব বেশি ব্যস্ত থাকবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারেন। মনের মধ্যে আনন্দ থাকবে। নিজের ব্যবসায় মনোনিবেশ করুন, এটিই আপনার প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত। দুপুর পর্যন্ত নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসা ভালো ভাবে গুছিয়ে নেবেন। কাজকর্মের হিসেব রাখুন। তা না-হলে সমস্যায় পড়তে পারেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মা-বাবার আশীর্বাদ নিন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকদের ভাগ্য বৃদ্ধি হবে আজ। একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন। পাশাপাশি আপনার জনপ্রিয়তা বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য লাভের ফলে মনে আনন্দ জাগবে। পারিবারিক জীবনও খুব ভালো থাকবে। দাম্পত্য সুখে বৃদ্ধি হবে। প্রেম জীবনে রোম্যান্স দেখা দেবে। কেনাকাটায় অর্থ ব্যয় করবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীর পুজো করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের আজকের দিনটি সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকবে। ভাগ্য আপনার সঙ্গ দেবে। পাশাপাশি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। ঘর-পরিবারে শুভ কাজ অনুষ্ঠিত হতে পারে। কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। বাচ্চাদের কারণে আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন। রুচিপূর্ণ খাওয়া-দাওয়ার আয়োজন করবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/