আজ শনিবার মঙ্গলের রাশি মেষে চন্দ্রের সঞ্চার হবে। গ্রহ-নক্ষত্রের প্রভাবে কর্মক্ষেত্রে মেষ রাশির জাতকদের কাজের প্রশংসা হবে। পাশাপাশি কন্যা রাশির জাতকদের জীবন আনন্দে ভরে থাকবে। অন্য দিকে মীন রাশির জাতকরা পরিজনদের সহযোগিতা লাভ করবেন। এ ছাড়া অন্যান্য রাশির জাতকদের সময় কেমন কাটবে? আজকের রাশিফলের মাধ্যমে জেনে নিতে পারবেন কাদের জন্য সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, ইত্যাদি বিষয়।
মেষ রাশিফল (Aries Horoscope): আজ মেষ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। তাই অধিক পরিশ্রম না-করলেও চলবে। কম পরিশ্রমেই আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কাজের ক্ষেত্রে দিন অত্যন্ত মজবুত। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। আধিকারিকদের দ্বারা উৎসাহিত হবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনে সন্তানের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। তবে প্রেম জীবনে আনন্দিত থাকবেন। সঙ্গীর সঙ্গে মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে। বজরংবলীর পুজো ও হনুমান চালিসা পাঠ করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ওঠা-পড়ার মধ্য দিয়ে কাটবে। অপ্রত্যাশিত ও অপ্রয়োজনীয় ব্যয় সামনে আসবে। নিজের সুখ-সুবিধার বিষয়ে অধিক ইতিবাচক মনোভব পালন করবেন এবং এ ক্ষেত্রে ব্যয় করবেন। কোনও পুরনো রহস্য প্রকাশ্যে আসতে পারে। ট্যাক্স চুরি করে থাকলে সরকারি নোটিশ পেতে পারেন। দাম্পত্য জীবনে ওঠা-পড়া থাকবে। তবে সম্পর্ক মজবুত হবে। জীবনসঙ্গীর ব্যবহার বুঝতে অসুবিধা হতে পারে। প্রেম জীবন ভালো কাটবে।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছের তলায় চারমুখী প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): গ্রহগতির কারণে মিথুন রাশির জাতকর মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারেন। ব্যবসায় মনোনিবেশ করবেন ও ভালো মুনাফা অর্জন করবেন। দৌড়ঝাপের কারণে স্বাস্থ্য দুর্বল হতে পারে। তাই সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে ওঠা-পড়া লেগে থাকবে। চাকরিজীবীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে ও রোম্যান্সের সুযোগ পাবেন। প্রেম জীবনে ওঠা-পড়া লেগে থাকবে।
ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান এবং বজরংবলীর পুজো করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের অপ্রয়োজনীয় ব্যয়ের অভ্যাস সমস্যায় ফেলে দিতে পারে। নিজের ব্যয়ে মনোনিবেশ করুন, তা না-হলে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। চাকরিজীবী জাতকদের আজকের দিনটি পরিশ্রমে ভরপুর থাকবে। সহকর্মীদের সঙ্গে আনন্দিত থাকবেন। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য কিছু নতুন ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। তবে স্বাস্থ্য দুর্বল হতে পারে। প্রেম জীবনে সঙ্গীর ব্যবহার বুঝতে অসফল হবেন। এর ফলে মানসিক অবসাদ বাড়বে।
আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সর্ষের তেলের ৫টি প্রদীপ শনি মন্দিরে নিবেদন করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীদের বিরোধীদের ওপর প্রভাব বিস্তার করবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিন অত্যন্ত দুর্বল, তাই সতর্ক থাকুন। চাকরিজীবীরা ভাষায় মনোনিবেশ করুন। আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়াবেন না। নিজের কাজে তুষ্ট থাকবেন। সঙ্গীর জন্য কোনও ভালো উপহার নিতে পারেন।
ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সন্ধ্যাবেলা বাড়িতে গুগুলের ধূপ জ্বালান।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা পরিবারে সুখ-সুবিধার বিষয়ে মনোনিবেশ করবেন। পরিজনদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন। কোনও প্রিয়জনের আসায় বাড়ির পরিবেশ আনন্দমুখর হয়ে উঠবে। আবার কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। গৃহস্থ জীবনে আনন্দ থাকবে। প্রেম জীবনে আজকের দিনের পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন। কাজের ক্ষেত্রে ওঠা-পড়া থাকবে। চাকরিজীবীরা রোজগার পরিবর্তনের চেষ্টা করবেন।
আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। রুটিতে সর্ষের তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়ান।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকরা বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক কথা বলবেন। মনে আনন্দ থাকবে। নতুন উৎসাহের সঙ্গে সমস্ত কাজের সূচনা করবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে অনেক কথা বলবেন ও ভালো ব্যবহার করবেন। এর ফলে আপনাদের সম্পর্ক উন্নত হতে পারে। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসার জন্য দিন ভালো এবং স্বাস্থ্য মজবুত থাকবে। প্রেম জীবনে আনন্দে ভরা দিন তাকবে। দাম্পত্য জীবনে অবসাদ কমবে।
৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে। ১১টি অশ্বত্থ পাতার মালা বানিয়ে শনিকে নিবেদন করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসবেন, যার ফলে তাঁদের মনে আনন্দ থাকবে। বাড়িতে নানান অনুষ্ঠান হতে পারে। পরিবারে আনন্দের আগমন হবে। স্বাস্থ্য ভালো থাকবে, এর ফলে আনন্দ উপভোগ করতে পারেন। গৃহস্থ জীবন সুন্দর কাটবে। জীবনসঙ্গী পরিবারের সুখ-সমৃদ্ধির অংশীদার হবেন। প্রেম জীবনে আনন্দিত থাকবেন। বন্ধুদের সঙ্গে নিজের সঙ্গীর দেখা করাতে পারেন। ব্যবসায়িক বিরোধীদের ওপর প্রভাব বিস্তার করবেন।
আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শনিকে তেলের তৈরি খাবার নিবেদন করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকদের স্বাস্থ্য মজবুত থাকবে, এর ফলে কাজে সাফল্য লাভ করবেন তাঁরা। কাজ পূর্ণ হওয়ায় আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেম জীবনে ওঠা-পড়ার মাঝেই ভালোবাসার ফুল ফুটবে। বিবাহিত জাতকরা নিজের গৃহস্থ জীবনে অত্যন্ত রোম্যান্টিক থাকবেন। ছাত্ররা জ্ঞান, ধ্যান ও কর্মে মনোনিবেশ করবেন। কাজকর্মের ক্ষেত্রে চাকরিজীবী জাতকদের পরিস্থিতি মজবুত থাকবে।
ভাগ্য আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবলীর পুজো ও বজরংবাণ পাঠ করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): গ্রহের পরিস্থিতি মকর রাশির জাতকদের ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। অযথা অধিক ব্যয় সম্ভব, যার ফলে সমস্যায় পড়তে পারেন। জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। পরিবারের পরিবেশ ভালো থাকবে। মা-বাবার সঙ্গে দেখা করার ফলে আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় সাফল্য লাভ করবেন। চাকরিজীবীদের দৌড়ঝাপ ও যাত্রা করতে হতে পারে। প্রেম জীবন ভালো কাটবে, সঙ্গীর জন্য নতুন কিছু করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। তবে পারিবারিক বিষয়ের কারণে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দেখা দিতে পারে।
ভাগ্য আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছে জল নিবেদন ও ওম শং শনৈশ্চরায় নমঃ মন্ত্র জপ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের মনস্কামনা পূর্ণ হবে এর ফলে মনে ব্যয় করার ইচ্ছা থাকবে। আয় বৃদ্ধি হওয়ার ফলে মনে আনন্দ থাকবে। ব্যবসায় সফল হবেন। অসাধারণ মানুষের সঙ্গে দেখা হবে। যাঁরা ভবিষ্যতেও আপনার কাজে আসবেন। বন্ধুদের সঙ্গে পার্টি করার সুযোগ পাবেন। প্রেম জীবন অত্যন্ত রোম্যান্টিক। দম্পতিরা জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ কথা বলবেন। উপযুক্ত কথাবার্তার দ্বারা লাভান্বিত হবেন।
৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কোনও অসহায় ব্যক্তিকে চাল দান করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা আজ সকাল থেকেই উৎসাহিত থাকবেন। কাজে মনোনিবেশ করবেন। এর ফলে সাফল্য লাভ করবেন। মনে আনন্দ থাকবে ও একাধিক ইচ্ছা পূর্ণ হবে। পারিবারিক পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। পরিজনদের সহযোগিতা লাভ করবেন। বাণী তিক্ত হবে, তবে কাজে সাফল্য লাভ করবেন। বিবাহিত জাতকরা গৃহস্থ জীবনে আনন্দিত থাকবেন। প্রেম জীবনের জন্য দিন ভালো।
আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।