13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজকের বাংলাদেশ মুক্তিযদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ নয়ঃএড.রানা দাশ গুপ্ত

admin
November 28, 2018 1:45 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের ঘোষিত ৫ দফা দাবী আদায়ের নিমিত্তে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা গত শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত হয়।

সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এডভোকেট রানা দাশ গুপ্ত।

এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দেব। এতে বক্তব্য রাখেন বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস,সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য,হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট মুরলী ধর দাস,সুনামগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট নবীগঞ্জ উপজেরা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,মাধবপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক রাজীব দেবরায় রাজু,বানিয়াচং উপজেরা কমিটির সাধারন সম্পাদক শ্যামল চ্যাটার্জী,চুনারুঘাট উপজেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম দেবসহ সিলেট বিভাগের ৪০টি উপজেলার নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোওকট রানা দাশ গুপ্ত বলেন, এদেশের সংখ্যালঘু লোকজন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে। আজকের বাংলাদেশ মুক্তিযদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ নয় । এদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্টিত হউক এটাই আমাদের চাওয়া।

কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এদেশের কোন সাম্প্রদায়িক শক্তির সাথে কখনো আপোস করবে না। ভোট আমরা তাকেই দেব সংসদে সংখ্যালঘুদের ৬০ টি আসনসহ ৭ দফা দাবী আদায়ে যারা সোচ্চার থাকবেন। আর এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বয়কট করতে হবে।

ঐক্য পরিষদের লড়াই এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার লড়াই। এদেশে সংখ্যলঘুদের উপাসনালয়ে যারা আক্রমন করে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলে পাগল বলে আখ্যায়িত করে আদালতে রিপোর্ট দেয় । এই প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে।

সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে। তিনি ধর্মীয় সকল সংখ্যালঘুদের উদ্দেশ্যে আরো বলেন,এখন থেকে সংখ্যালঘু জাতির উপর কোর ধরনের হামলা ও নির্যাতন হলে সার্বজননীনভাবে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলতে হবে।

http://www.anandalokfoundation.com/