শরতের কাশফুলের সাথে আকাশও জানান দেয় পূজা আসছে। অন্যান্য বছরের মতো এবছরও বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৬২টি মন্ডপে শারদীয় দুর্গা পুজার আয়োজন চলছে।
আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক বিপুল দাস জানান এ বছর উপজেলায় মোট ১শ ৬২টি মন্ডপে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মোশারফ হোসেন জানিয়েছেন জেলা প্রশাসকের চাহিদানুযায়ি প্রেরিত তালিকায় পুজা মন্ডপের সংখ্যা ১৭১টি। এরমধ্যে ৬টি বাসন্তি পুজা এবং ৩টি জগদ্ধাত্রী পুজা মন্ডপের তালিকা রয়েছে। শারদীয় দুর্গা পুজা মন্ডপের সংখ্যা ১৬৩টি।
প্রতীমা তৈরীর মৃৎ শিল্পী উপজেলার শিহিপাশা গ্রামের পাল পাড়ার বাসিন্দা শিব শংকর পাল, সুদেব পাল, জয়দেব পাল, জয়দেব পালের ছেলে সঞ্জয় পালসহ মৃৎ শিল্পীরা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবছরও প্রতিমার আকার আয়তন ঠিক রেখেই প্রতীমা নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন। এখন দো-মাটির কাজ শেষে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন প্রতীমার সৌন্দর্য।
পঞ্জিকা মতে, ২অক্টোবর বুধবার মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেঁজে উঠবে দেবীর আগমণী বার্তা ।
৮ অক্টোবর দেবীর বোধন, ৯অক্টোবর বুধবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ১০অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা, ১১অক্টোবর শুক্রবার দেবীর মহাঅষ্টমী পুজা, ১২ অক্টোবর শনিবার মহানবমী পুজা এবং ওই দিন রাতে দশমী বিহিত পুজা বিহীত সমাপনান্তে দেবী বিসর্জণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। সমাপ্ত হবে পাঁচ দিন ব্যাপি শারদীয় দুর্গা পুজা ও বিবিণœ অনুষ্ঠানের।