14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ ১০ জন আহত

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমসহ অন্তত ১০ জনকে হামলা চালিয়ে আহত করার করার অভিযোগ পাওয়া গেছে।

আহতদের স্বজনেরা জানান, শনিবার সন্ধ্যার পরে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদকে (২২)দেখতে পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

নাফিজের মাথায় কুপিয়ে জখম করে তারা। হামলায় নাফিজসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নাফিজ, স্বপন মোল্লা (২১) ও শিপন হাওলাদারকে (১৭)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে এসআই নূর মোহাম্মদ আহতদের সাথে কথা বলেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/