13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতা তুষার কান্তি সাত দিনের রিমান্ডে

Link Copied!

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছে চীফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের চীফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট আদালতের বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন।তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, অটোচালক মানিক মিয়া, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলাসহ আরও একাধিক হত্যাচেষ্টা, ভাঙচুর, লুটপাট ও আত্মসাতের মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

এ সময় কোট ইন্সপেক্টর পৃথীশ কুমার জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে লিগাল এইডের পক্ষে আইনজীবী ইতফা আক্তার বানু জানান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের রিমান্ড মঞ্জুর করে আসামিকে নির্দোষের দাবি জানিয়েছি।

তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে সমবায় ব্যাংকের অর্থ আত্মসাৎ ও সমবায় ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ বিপুল পরিমাণ অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি।

http://www.anandalokfoundation.com/