বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে নাসারান গীতা সংঘের উদ্যোগে ২০তম (বার্ষিক) ১৬ প্রহর ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তনের আয়োজন করা হয়েছে।
উৎসব প্রাঙ্গণ – শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন, নাসারান, বাড়ীয়া ইউনিয়ন, গাজীপুর। অনুষ্ঠান সূচী – ১৯ শে ফাল্গুন ১৪২৬ বাং ৩ মার্চ ২০২০ ইং, মঙ্গলবার গীতাপাঠ। গীতাপাঠক -শ্রী জগদীশ চন্দ্র দাস, গীতাসংঘ, নাসারান ২০ শে ফাল্গুন ১৪২৬বাং ৪ মার্চ ২০২০ ইং বুধবার শুভ অধিবাস।
২১শে ফাল্গুন বৃহস্পতিবার ব্রাহ্মমূহুর্ত হতে ২২শে ফাল্গুন শুক্রবার পর্যন্ত মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ২৩ শে ফাল্গুন শনিবার দিবারাত্র অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। সুধী ভক্তবৃন্দ, কলিযুগে জীবের দুঃখ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছরের মত এবারও শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তনের আয়োজন করা হয়েছে।
অতএব, আপনি ও আপনার পরিবারসহ সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্থক করুন আমাদের এই অনুষ্ঠান। এই আমাদের প্রার্থনা।
নিবেদনান্তে, নাসারান গ্রাম ও অত্র এলাকার সকল দ্বীন ভক্তবৃন্দ।